Sei Saptamir Sokal Lyrics
Sei Saptamir Sokal Lyrics
Sei Saptamir Sokal Lyrics

Sei Saptamir Sokal Lyrics | সেই সপ্তমীর সকাল

🎵 Song
Sei Saptamir Sokal
🎤 Singer
Bikramdip Majumder
✍️ Lyricist
Bikramdip Majumder
🌟 Starring
Debjani Ghosh Taniya, Bikramjit Biswas

About the Song

The song "Sei Saptamir Sokal" is sung and written by Bikramdip Majumder. The video features Debjani Ghosh Taniya and Bikramjit Biswas in the lead roles. The track captures a romantic and nostalgic feeling, perfectly timed for the festive season of Durga Puja. This post provides the complete Sei Saptamir Sokal song lyrics in both Bengali and English transliteration.

"সেই সপ্তমীর সকাল" গানটি গেয়েছেন এবং লিখেছেন বিক্রমদীপ মজুমদার। গানটির ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেবজানি ঘোষ তানিয়া এবং বিক্রমজিৎ বিশ্বাস। গানটি দুর্গাপূজার উৎসবের সময়কে কেন্দ্র করে একটি রোমান্টিক এবং নস্টালজিক অনুভূতি তুলে ধরে। এই পোস্টে সেই সপ্তমীর সকাল গানটির বাংলা এবং ইংরেজি রূপান্তরের সম্পূর্ণ লিরিক্স দেওয়া হয়েছে।

Sei Saptamir Sokal Song Lyrics in Bengali:

🎶 সেই সপ্তমীর সকাল | Sei Saptamir Sokal

যদি এই গোধূলি বেলা

ইস্তফা দিয়ে চলে যায়

তবে আর এক সকাল

যেন সুন্দর হয়ে যায়

যদি তোমার সোনামুখে এক

ফোটা হাসি বেয়ে বেয়ে যায়

তবে এই বিশ্ব ভুবন অমলিন

হয়ে যায়...

আমি বুঝিনি কখনো

কেন এই আকাশ মেঘলা

আমি জানতে চাইনি কখনো

আমি হীনে তুমিও কি একলা?

লা লা লা...

তার চোখেরও কাজলে রাঙ্গা রাঙ্গা গালে

আলোকিত এ ভুবন

তার চুলের ওই অ্যারোমায় হাসিরও ফোয়ারায়

সীমানা জুড়ে প্লাবন

সেই সপ্তমীর সকালে

সাতরঙা শাড়িতে

নিবদ্ধ আমার এ চোখ

সহস্র ভিড়েতে নিয়নের আলোতে

খুঁজেছি তোমাকে রোজ

এ শহরে

এ শহরে...

লা লা লা...

চলো ব্রহ্মপূত্র কিনারে

কিংবা চলো গঙ্গারও ধারে

উড়ে গিয়ে সেই বাতাস প্রবাহে

ঠাঁই নেই চলো ছায়ারও নীড়ে

ঐ দেখো সেই নষ্ট জাহাজে

আর কোন প্রাণ ঘরে ফেরে না

আজ তোমার আমারও মিলনে

জাহাজটি বেরঙ্গীন লাগছে না

লা লা লা...

Sei Saptamir Sokal Lyrics in English Transliteration:

Jodi ei godhuli bela
Istofa diye chole jay
Tobe aar ek sokal
Jeno sundor hoye jay

Jodi tomar sonamukhe ek
Fota hasi beye beye jay
Tobe ei bishwo bhubon
Omolin hoye jay...

Ami bujhini kokhono
Keno ei akash meghla
Ami jante chaini kokhono
Ami hine tumio ki ekla?

La la la...

Tar chokhero kajole ranga ranga gale
Aalokito e bhubon
Tar chuler oi aromay, hasiro foaray
Simana jure plabon

Sei saptamir sokale
Saat ronga saree te
Niboddho amar e chokh

Sohosro virete nioner alote
Khujechi tomake roj
E sohore
E sohore...

La la la...

Cholo brohmoputro kinare
Kingba cholo gangaro dhare
Ure giye sei batas probahe
Thai nei cholo chayaro nire

Oi dekho sei noshto jahaje
Ar kon pran ghore fere na
Aj tomar amaro milone
Jahajti berongin lagche na

La la la...

People Also Search For

Sei Saptamir Sokal song Bikramdip Majumder songs সেই সপ্তমীর সকাল গানের কথা romantic Bengali Puja song Bikramdip Majumder official song

Frequently Asked Questions:

Who is the singer of the song "Sei Saptamir Sokal"?
The song is sung by Bikramdip Majumder.
Who wrote the lyrics for "Sei Saptamir Sokal"?
The lyrics were also written by Bikramdip Majumder.
Who are the actors in the music video for this song?
The music video stars Debjani Ghosh Taniya and Bikramjit Biswas.
"সেই সপ্তমীর সকাল" গানটি কে গেয়েছেন?
গানটি গেয়েছেন বিক্রমদীপ মজুমদার।
এই গানের কথা কে লিখেছেন?
এই গানের কথা বিক্রমদীপ মজুমদার নিজেই লিখেছেন।
এই গানের ভিডিওতে কারা অভিনয় করেছেন?
গানটির ভিডিওতে অভিনয় করেছেন দেবজানি ঘোষ তানিয়া এবং বিক্রমজিৎ বিশ্বাস।
326404665953066090
326404665953066090