Notun Gaane Tomar Agomoni Lyrics
Song: Notun Gaane Tomar Agomoni
Singer: Mekhla Dasgupta
Composer & Lyricist: Biswajit Dasgupta
Notun Gaane Tomar Agomoni song is sung by Mekhla Dasgupta. Music composed by Biswajit Dasgupta. He also wrote the lyrics. Notun Gaane Tomar Agomoni Song Lyrics. Notun Gaane Tomar Agomoni Lyrics Mekhla Dasgupta. Notun Gaane Tomar Agomoni Song.
নতুন গানে তোমার আগমনী গানটি গেয়েছেন মেখলা দাশগুপ্ত। গানটির সুরকার হলেন বিশ্বজিৎ দাশগুপ্ত। নতুন গানে তোমার আগমনী গানের কথা।
Notun Gaane Tomar Agomoni Song Lyrics in Bengali:
নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনি
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়
শরৎ আকাশ জুড়ে আজ মেঘ যে খেলা করে
শিশির ভেজা গন্ধ যে তাই সবার ঘরে ঘরে
বাতাসে বাতাসে আজ মিলন বাঁশি বাজে
ভুবনমোহিনী তুমি অপরূপ সাজে
ঢাকার তালে হৃদয় দোলে তোমার আবাহনে
দূরের মানুষ আজকে কাছে, তোমার প্রাণের টানে
মানুষে মানুষে বিভেদ আর যেন না হয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়
ঢ্যাং কুড়কুড় বোলে আজ সবার কোমর দোলে
আলোয় আলোয় ভরবে আকাশ, আসবে তুমি বলে
প্যান্ডেলে প্যান্ডেলে আজ তোমার জয়ধ্বনি
ঘরে ঘরে সুরে সুরে তোমার আগমনী
পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আড্ডাটাকেই সঙ্গী করে মাতবে যে বাঙালি
সবাই সবার বন্ধু হবে, নেই কোনো আজ ভয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়
নতুন গানে তোমার আগমনী লিরিক্স:
Notun surey notun gaane tomar agomoni
Bhubon jurey aajke mago tomar joyoddhoni
Ajke sukher vasbe tori dukkho kono noy
Joy joy Durga maa go, Durga maa er joy