Song: Nari Tumi (নারী তুমি)
Vocal & Music: Tasrif Khan
Band: Kureghor Band
Lyricist: Tarik Abedin (Emon)
Nari Tumi song is sung & composed by Tasrif Khan. Lyrics written by Tarik. This song is performed by Kureghor Band. Nari Tumi Song Lyrics. Nari Tumi Song Lyrics Tasrif Khan. Nari Tumi Lyrics.
নারী তুমি গানটি গেয়েছেন তাসরিফ খান। তিনি নিজেই হলেন গানটির সুরকার। গানটি পারফর্ম করেছে "কুঁড়েঘর ব্যান্ড"। নারী তুমি গানের কথা।
নারী তুমি খুব শক্তিশালী
নারী তুমি উদ্যম,
নারী তুমি হলে সারাটা জীবন
জয় করা সংগ্রাম।
নারী মানে হল মায়ের আদর
বোনের ভালোবাসা,
নারী তুমি এই মানব জাতির
মুখের প্রথম ভাষা।
নারী মানে হলো মানুষ গড়ার
উত্তম কারিগর
নারী মানে হলো মায়া মমতায়
আলোকিত করা ঘর
নারী নারী তুমি এবং নারী
তোমরা মায়ের জাতি
তোমার পায়ের নিচে জান্নাত
আঁধার ঘরের বাতি
নারী হলে তুমি এই জগতের
স্রষ্টার সেরা দান
তোমাকে জানাই হাজারো সেলাম
শ্রদ্ধা ও সম্মান
নারী জাতি কোনো ছেলে খেলা নয়
ভোগ বিলাসের জন্য
নারী কভু নয় মডেলিং আর
বিজ্ঞাপনের পণ্য
নারী শুধু নয় মুখ বুজে থাকা
বোবা কান্নার ছবি
নারী তুমি হলে এই সমাজের
চির উজ্জ্বল রবি
নারী তুমি নও টলমল করা
পদ্ম পাতার পানি
যতই আঘাত আসুক তোমার
জীবন করোনা হানি
নারী নারী তুমি এবং নারী
তোমরা মায়ের জাতি
তোমার পায়ের নিচে জান্নাত
আঁধার ঘরের বাতি
নারী হলে তুমি এই জগতের
স্রষ্টার সেরা দান
তোমাকে জানাই হাজারো সেলাম
শ্রদ্ধা ও সম্মান
নারী তুমি আজ ঘরে বাহিরে
সমাজের কান্ডারি
রাঁধুনি থেকে সংসদে গেছ
বহু পথ দিলে পারি
নারী তুমি আজ আন্দোলনে
বিজয়ের করিডোর
শিক্ষা, সেবায়, বিজ্ঞানে তুমি
তুমি বেঁধে রাখ ঘর
নারী তুমি হলে প্রতিটা ঘরের
সুন্দর সমাধান
অর্ধেক নয়, তারও বেশি আছে
নারীদের অবদান
Nari tumi khub shoktishali
Nari tumi uddyom
Nari tumi holey sarata jibon
Joy kora songram
Nari mane holo maa er aador
Boner valobasa
Nari tumi ei manob jatir
Mukher prothom bhasa
Nari mane holo manush gorar
Uttom karigor
Nari mane holo maya momotay
Aalokito kora ghawr