Mon Phur Phur Lyrics
- Song: Mon Phur Phur
- Movie: Rawkto Rawhoshyo
- Singer: Prashmita Paul
- Music: Nabarun Bose
- Lyrics: Soukarya Ghosal
- Starring: Koel Mallick, Rwitobroto Mukherjee
Mon Phur Phur song is from the movie "Rawkto Rawhoshyo". This song is sung by Prashmita Paul. Music composed by Nabarun Bose. Lyrics written by Soukarya Ghosal. Mon Phur Phur Song Lyrics. Mon Phur Phur Lyrics From Rawkto Rawhoshyo. Rawkto Rawhoshyo Movie Song Lyrics.
"মন ফুর ফুর" গানটি গেয়েছেন প্রশমিতা পাল। এটি "রক্ত রহস্য" সিনেমার গান। সুরকার হলেন নবারুণ বসু। মন ফুর ফুর গানের কথা। কোয়েল মল্লিক অভিনীত "রক্ত রহস্য" সিনেমার গান "মন ফুর ফুর"।
Mon Phur Phur Song Lyrics Bengali:
মন ফুরফুর
ডিপ্রেশন দূর দূর, আহ্লাদে
মন ফুরফুর
আলগা রোদ গায়ে মেখে
রোজ রোজ ভাল্লাগে
যতই দু'পা ফেলি
কই মাটি ছুচ্ছে না
উটকো ডানা, ঠিক দুখানা
উড়বে বলে মন বানালো
হচ্ছে ইমোশনালো
যুক্তি মানছে না
অঙ্ক করে প্রেমে পড়ে
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
হিসেবে কেউ তো পায়নি কো সম্বল
না না...
স্বভাবে যেভাবে
ফুলের অভাবে
মৌমাছিরা আলগোছে
মধুর গন্ধ খায়
অবরে সবরে
সুরের বহরে
সেই জাদুতে ফুরিয়েছে ঘোর অন্ধকার
আলো তুই দেখে যা
সুখ টুকরোয় বাঁচি
ভালো দিন আসবে জানি বলেই
এইতো আমি দাঁড়িয়ে আছি
যাবো না, না পেলে পুরোটা পুরোটা পুরোটা পুরোটা
ইচ্ছে ডানা মন বানালো
হচ্ছি ইমোশনালো
যুক্তি মানছি না
অঙ্ক করে প্রেমে পড়ে
কে কবে আর ইতিহাসে
অন্য মনটা জিতে আসে, বল
স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল
না না...
মন ফুর ফুর লিরিক্স:
Mon phur phur
Depression dur sur, ahlade
Mon phur phur
Alga roud gaaye mekhe
Roj roj bhallage
Jotoi du paa pheli
Koi maati chhuchhe na
Utko dana thik dukhana
Urbe bole mon banalo
Hocchhe emotional o
Jukti manchhe na
Onko kore preme pore
Ke kobe aar etihase
Onno monta jite asey bol
Hisebe kew toh paini ko sombol
Na na...