Maa Je Ese Gelo Lyrics
Song: Maa Je Ese Gelo
Singers: Jaan Kumar Sanu, Sneh Upadhaya
Music composer: Joy - Anjan
Lyricist: Buddha Mukherjee
Cast: Giaa & Ridhish
Maa Je Ese Gelo Song is sung by Jaan Kumar Sanu & Sneh Upadhaya. Music composed by Joy-Anjan, Lyrics written by Buddha Mukherjee. Maa Je Ese Gelo Song Lyrics. Maa Je Ese Gelo Song.
Maa Je Ese Gelo Song Lyrics in Bengali:
গোধূলি বেলাতে, কাশের হাওয়াতে
মায়ের আগমনী সুরে
নতুন বসনে, রাঙা এ চরণে
দেখো মা এলো যে ঘরে
শারদীয়া মনে নতুন আশা নিয়ে
পুজো এলো, পুজো এলো
ঢাকেরই ছন্দে, প্রেমেরই গন্ধে
পুজো এলো, এলো
আবার বছর পেরিয়ে
মা যে এসে গেল
আরে আবার বছর পেরিয়ে
মা যে এসে গেল
(বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়)
সপ্তমীতে জাগে মনে
এ নতুন নতুন আশা রাশি রাশি
দশভুজা মা যে এলো
এ প্রেমের সুরে হৃদয়বান রাশি
অষ্টমী ভোরে আর থেকো না ঘরে
অঞ্জলি দিয়ে চরণে
নতুন শাড়ি, ধুতি রকমারি
আর চোখে চোখে মন কেনে
পাড়ায় পাড়ায় পুজোর চমক
ভিড় করে মাকে দেখা হল
আবার বছর পেরিয়ে
মা যে এসে গেল
আরে আবার বছর পেরিয়ে
মা যে এসে গেল
(বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়)
হোক নবমীতে, ভোগ প্রসাদে
এ ছোট ছোট প্রেম জড়িয়ে আছে
সন্ধ্যেবেলায় সবাই মিলে
ঢাক বাজিয়ে ধুনুচি নাচে
দশমী এলে আর বরণ হলে
মায়ের বিদায়বেলাতে
আসবে মা জানি বছর পরে
ভালোবাসা নিয়ে সাথে
তবু যখন পাশে এসে
হাত ধরে আমায় সে রাঙালো
আবার বছর পেরিয়ে
মা যে এসে গেল
আরে আবার বছর পেরিয়ে
মা যে এসে গেল
(বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়)
মা যে এসে গেল লিরিক্স:
Godhuli bela te, kasher hawa te
Maa er agomoni surey
Notun bosone, ranga e chorone
Dekho maa elo je ghawre
Sharodia mone notun asha niye
Pujo elo, pujo elo
Dhakeri chhonde, premer e gondhe
Pujo elo, pujo elo
Abar bochhor periye
Maa je ese gelo