Song: Har Manbo Na
Movie: SOS Kolkata
Singers: Farhad Bhiwandiwala, Arpita Das, Pratik Kundu
Music Composer: Pratik Kundu
Lyricist: Pratik Kundu
Cast: Yash Dasgupta, Mimi Chakraborty, Nusrat Jahan
Har Manbo Na song is from the movie "SOS Kolkata". This song is sung by Pratik Kundu, Arpita Das & Farhad Bhiwandiwala. Har Manbo Na Song Lyrics. Har Manbo Na Lyrics From SOS Kolkata. Yash Dasgupta & Nusrat starring for this song. Har Manbo Na Song.
মেঘেরা ঢাকলে আকাশ
রোদেরা আড়াল হলে
আঁধার নামলে হঠাৎ
হাওয়ারা মাতাল হলে
চিতার গল্প গুলো
ঠিকানা বদলে ফেলে
চেষ্টা করার আগেই
তুমি হার মেনে নিলে
পথে বাধা আসে শত
উঁচু পাহাড়ের মতো
ভুলে ভয়, ঢেকে ক্ষত
এগিয়ে চলো
জ্বলে বারুদের মতো
চেষ্টা তো করে দেখো
হোক কঠিন সে যত
একসাথে বলো
থেমে যাওয়া নয়
মানবো না
হার মানবো না
কঠিন সময়
মানবো না
হার মানবো না
অজানার ভয়
মানবো না
হার মানবো না
করে নেব জয়
মানবো না
হার মানবো না
সত্যিটা আজও পরাধীন কেন
স্বপ্নটা ধোঁয়াটে কুয়াশা যেন
নিজের কাছে বন্দী, নিজের প্রতিদ্বন্দ্বী আমি
নিজের থেকে পালানো টা, এতটা কঠিন কেন
ভেঙে যেতে পারি, জুড়ে নেব
থামবো না
লড়ে নিতে পারি, জিতে নেব
হারবো না
শোন, লড়াইটা নিজের সাথেই আজ
বিনা মেঘে পড়ে যাবে বাজ
অসম্ভব, হেরে কোনো অভিধানে
একরোখা অভিমানে
বিশ্বাস রেখে মোরে ঘুরে দাঁড়াতেই হবে
ভয় যদি পিছুটানে
যুদ্ধের ময়দানে
মৃত্যুর চোখে চোখ রেখে দাঁড়াতেই হবে
নালিশের ভরা বস্তাতে
পিছুপা হলেই পস্তাবে
একবার হেঁটে দেখো একসাথে
হাতে হাত ধরে
কাঁটা ভরা রাস্তাতে
ঝোরো হাওয়াদের পাগলামো
হার নিজে হার মেনে নেবে
যত ভাঙবে গড়বে তুমি
তত নিজেকেই চিনে নেবে
পথে বাধা আসে শত
উঁচু পাহাড়ের মতো
ভুলে ভয়, ঢেকে ক্ষত
এগিয়ে চলো
জ্বলে বারুদের মতো
চেষ্টা তো করে দেখো
হোক কঠিন সে যত
একসাথে বলো
থেমে যাওয়া নয়
মানবো না
হার মানবো না
কঠিন সময়
মানবো না
হার মানবো না
Meghera dhakle akash
Rodera aral holey
Andhar namle hothat
Hawara maatal holey
Pothe badha ashe shoto
Unchu paharer moto
Bhule bhoy, dheke khoto
Egiye cholo
Jwole baruder moto
Chesta toh kore dekho
Hok kothin se joto
Eksathe bolo
Themey jawa noy
Manbo na
Har manbo na