Dugga Dugga Lyrics Sunidhi Chauhan

  Dugga Dugga Lyrics By Sunidhi Chauhan

  Song: Dugga Dugga
  Singer: Sunidhi Chauhan
  Music composer: Kaushik - Guddu
  Lyrics: Indranil Das

  Dugga Dugga song is sung by Sunidhi Chauhan. Sunidhi Chauhan Dugga Dugga Song. Dugga Dugga Lyrics Sunidhi Chauhan. Dugga Dugga Song By Sunidhi Chauhan.

  Dugga Dugga Song Lyrics Sunidhi Chauhan:


  পুজো পুজো আসছে বলে
  বোবা ঢাকে যাদুর কাঠি
  পুজো পুজো আসছে বলে
  কুমোরটুলি গঙ্গা মাটি

  গোমড়া মুখো পাড়ার দোকান
  সাজছে আবার নতুন সাজে
  কিছুতেই মন বসেনা
  পড়ছে ভাটা সকল কাজে

  হোক পুজোর গান
  তার তালে তালে প্রাণ
  মন যে আনচান আমার হল

  বলো দুগ্গা এলো
  বলো দুগ্গা এলো...

  মন জুড়ে অন্য হাওয়া
  খুশিতে হারিয়ে যাওয়া
  অশুভর হবে নিধন
  দুঃখ রবে না

  লাল পেড়ে নতুন শাড়ি
  নবরূপে রং বাহারী
  উলুতে করবো বরণ
  আসছে ঘরে মা

  আগমনী শঙ্খধ্বনি
  কাশবনে ঢেউ উঠেছে

  হোক পুজোর গান
  তার তালে তালে প্রাণ
  মন যে আনচান আমার হলো

  বলো দুগ্গা এলো
  বলো দুগ্গা এলো...

  ছোট ছোট বাচ্চাগুলোর
  দু'চোখ ভরে খুশির আলো
  ডালে ডালে শিউলি কুঁড়ি
  উৎসবেরই ডাক পাঠালো

  পূজাবার্ষিকীর পাতাও
  প্রবীণ মনে হাতছানি দেয়
  বয়সের উড়িয়ে ধুলো
  ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়

  হোক পুজোর গান
  তার তালে তালে প্রাণ
  মন যে আনচান আমার হলো

  বলো দুগ্গা এলো
  বলো দুগ্গা এলো...

  দিন গুনি অপেক্ষাতে
  কেটে যায় বছর তাতে
  শরতের ডানায় চড়ে দশভূজা মা

  মিলনের ভাসিয়ে ভেলা
  আবেগের সিঁদুর খেলা
  ধুনুচির ছন্দে ওড়ে অপার মহিমা

  চন্ডী পাঠে অঞ্জলীতে
  সুরগুলো বাঁধ ভেঙেছে

  তাই হোক পুজোর গান
  তার তালে তালে প্রাণ
  মন যে আনচান আমার হলো

  বলো দুগ্গা এলো
  বলো দুগ্গা এলো...

  দুগ্গা দুগ্গা লিরিক্স - সুনিধী চৌহান:


  Pujo pujo asche bole
  Boba dhake jadur kathi
  Pujo Pujo asche bole
  Kumortuli ganga mati

  Gomra mukho parar dokan
  Sajche abar notun saje
  Kichutei mon bosena
  Porche bhata sokol kaje

  Hok pujor gaan
  Tar tale tale pran
  Mon je anchan amar holo

  Bolo Dugga elo