Song: Brishti
Singer: Simantinee Roy
Music composer: Manoranjan Deb
Lyricist: Dr. Arundhati Roy
Brishti Song is sung by Simantinee Roy. Music composed by Manoranjan Deb. Lyrics written by Dr. Arundhati Roy. Brishti Lyrics Simantinee Roy. Brishti Song Simantinee Roy. Brishti Song Lyrics Simantinee Roy. Brishti Song Lyrics.
এত বৃষ্টি বৃষ্টি কী যে শূন্য শূন্য
এত বৃষ্টি বৃষ্টি
লাগে মন বাতাসের উচাটনে
এত বৃষ্টি বৃষ্টি
তাই বন্ধ মনের দুয়ার খানি
খুলে দিলাম, আমি খুলে দিলাম
এত বৃষ্টি বৃষ্টি কী যে শূন্য শূন্য
এত বৃষ্টি বৃষ্টি
ও বাতাস উড়ে যারে, উড়ে যা
আমার শূন্য মনের খবর নিয়ে পারুলবনে
বলিস তারে তাঁরই আশায়
আমি কতই বছর কাটালাম
তাই বন্ধ মনের দুয়ার খানি
খুলে দিলাম, আমি খুলে দিলাম
এত বৃষ্টি বৃষ্টি কী যে শূন্য শূন্য
এত বৃষ্টি বৃষ্টি
কার তরে চোখে আসে জল
সে কি জানেনা
সময় এখন আর কোনও
শাসনের বাধা মানে না
ওরে সোনামন, ওরে কালো মেঘ
মোর শূন্য মনের দুয়ার খুলে দিলাম তারে
বলিস গিয়ে চম্পাবনে
আমি তাঁরই আশায় রইলাম
তাই বন্ধ মনের দুয়ার খানি
খুলে দিলাম, আমি খুলে দিলাম
এত বৃষ্টি বৃষ্টি কী যে শূন্য শূন্য
এত বৃষ্টি বৃষ্টি
Eto brishti brishti ki je shunno shunno
Eto brishti brishti
Lage mon bataser uchatone
Eto brishti brishti
Tai bondho moner duar khani
Khule dilam, ami khule dilam
Eto brishti brishti ki je shunno shunno
Eto brishti brishti
O batas urey ja re ure ja
Amar shunno moner khobor niye parul bone
Bolis tare, tari ashay
Ami kotoi bochhor katalam