Bhalobese Dile Faki Lyrics
Song: Bhalobese Dile Faki
Singer: Samz Vai
Music: Ankur Mahamud
Lyricist: Mehedi Hasan Limon
Starring: Afzal Sujon, Ontora
Label: Eagle Music
Bhalobese Dile Faki song is sung by Samz Vai. Music composed by Ankur Mahamud. Lyrics written by Mehedi Hasan. Bhalobese Dile Faki Song Lyrics. Bhalobese dile faki lyrics samz vai.
ভালোবেসে দিলে ফাঁকি গানটি গেয়েছেন স্যামজ ভাই। গানটির সুরকার হলেন অঙ্কুর মাহমুদ। ভালোবেসে দিলে ফাঁকি গানের কথা।
Bhalobese Dile Faki Song Lyrics in Bengali:
কী কারণে চলে গেলে
দিয়ে বেদনা
একা ভালো থাকবে তুমি
কথা ছিল না
চোখের নিচে কালো দাগ
দেখেও দেখলে না
নিজের ভালো বুঝলে ঠিকই
আমায় বুঝলে না
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
কত আশা ছিল মনে
কত যে পথ চলা বাকি
এত কিছুর পরেও আমি
আসবে ফিরে, স্বপ্ন দেখি
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম
তাই আমার এই পরিণতি
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
এত ব্যথা পোড়া বুকে
চোখে জল রাশি রাশি
দিয়েছিলে কত কথা
সব কি ছিল মিছামিছি?
হয়তো আমি পাগল ছিলাম
তোমার প্রেমে অন্ধ ছিলাম
তাই আমার এই পরিণতি
তুমি ভালোবেসে দিলে ফাঁকি
এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি
যার কাছে গেলে সুখের লাগি
বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?
ভালোবেসে দিলে ফাঁকি লিরিক্স:
Hoyto ami pagol chilam
Tomar preme ondho chilam
Tai amar ei porinoti
Tumi bhalobese dile faki
Eto koshto kothay ami kibhabe rakhi
Jar kache gele sukher lagi
Bolo amar cheye beshi bhalobase ki?