Aaj Noy Kaal Lyrics From Harano Prapti By Shaan
- Song: Aaj Noy Kaal
- Singer: Shaan, Shyamoshree Saha
- Movie: Harano Prapti
- Music: Dabbu
- Lyrics: Rajiv Dutta
- Cast: Paayel Sarkar, Soham Chakraborty
Aaj Noy Kaal Song is from the movie "Harano Prapti". This sung is sung by Shaan & Shyamoshree Saha. Music composed by Dabbu. Aaj Noy Kaal Lyrics. Aaj Noy Kaal Song.
আজ নয় কাল গানটি হল "হারানো প্রাপ্তি" সিনেমার। গানটি গেয়েছেন শান এবং শ্যামশ্রী। সুরকার ডাব্বু। গানটির কথা লিখেছেন রাজীব দত্ত। আজ নয় কাল গানটি হল একটি রোমান্টিক গান।
Aaj Noy Kaal Song Lyrics in Bengali:
সারাটা দিন, কী যে কঠিন
এ হাওয়ায়
যেদিকে চায়, চোখে হারায়
আনমনায়
দূরে নরম রোদের পাড়ায়
নেমেছে তোর আদুরে চোখ
আলো মেঘের আরাম চিনে
আয় দেখা হোক
আজ নয় কাল
এই হালচাল
ফিরবি তুই, ধরলেই হাত
ধরা পড়ে যেতে রাজি
আমি আজি, খুঁজে নে আমায়
জানাশোনায়, আনাগোনায়
জানি আমাকে আজ মানায়
কেন এমন ভালোলাগা
মেলেছে তোর লুকোনো খাম
ডেকে ফেলি কথায় কথায়
তোর ডাকনাম
আজ নয় কাল
এই হালচাল
ফিরবি তুই, ধরলেই হাত
এলেমেলো অগোছালো
চিঠিগুলো ফিরে ফিরে চায়
ডানা ভেজায় কানামাছি
খেলা রেখেছি মন খেয়ায়
দূরে নরম রোদের পাড়ায়
নেমেছে তোর আদুরে চোখ
আলো মেঘের আরাম চিনে
আয় দেখা হোক
আজ নয় কাল
এই হালচাল
ফিরবি তুই, ধরলেই হাত
আজ নয় কাল লিরিক্স - হারানো প্রাপ্তি:
Sarata din, ki je kothin
E hawai
Jedike chay, chokhe haray
Anmonay
Durey norom rouder paray
Nemechhe tor adure chokh
Aalo megher aram chine
Aye dekha hok
Aaj noy kaal
Ei halchal
Phirbi tui dhorlei haat