Train e Der Thikana Lyrics By Taalpatar Shepai
- Song: Train e Der Thikana
- Vocalist & Composer: Pritam Das
- Lyricist: Dipak Karmokar (Bangladesh)
- Band: Taalpatar Shepai
Train E Der Thikana song is composed & sung by Pritam Das. Lyrics written by Dipak Karmokar. This song is performed by Taalpatar Shepai Bangla Band.
Train e Der Thikana Song Lyrics in Bengali:
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
আমি ছেড়ে যাব সব
ফিরে তো আর আসবো না
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
যেটুকু রোদেরা আসে
তোমাদেরই ট্রামে বাসে
বুকে পুড়ে বেঁচে থাকি
পরিচিত নিঃশ্বাসে
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
হয়তো এখন সহজ ভীষণ
ছেড়ে যেতে ব্যথা হবেনা
জেনো আর কোনোদিনও
তোমার আমার দেখা হবেনা
তুমিও হাতেরও ফাঁকে
ফেলে আসা স্মৃতিটাকে
ভুলে থেকো, রেখোনা আর
ধুলোভরা বই তাকে
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা
ট্রেনেদের ঠিকানা লিরিক্স:
Jodi hawa jene jai
Train e der thikana
Ami chhere jabo sob
Phire toh arr asbo na
Tobuo kichhu kotha
Pore thake batase
Meghera hoy porobasi
Monkharap holey asey
Jodi hawa jene jai
Train e der e thikana
Jetuku roudera asey
Tomaderi trum e bus e
Buke pure beche thaki
Porichito nishwashe
Amake khujo na kine
Rongchong e magazine e
Genthe thaki purono shirt
Jongdhora aalpine