Tomar Monkharape Borsha Ashe Lyrics By Taishi
- Song: Tomar Monkharape Borsha Ashe
- Vocal: Taishi Nandi
- Composition & Lyrics: Prameya
- A Chirkut Production
Tomar Monkharape Borsha Ashe Song is sung by Taishi Nandi. Music composed by Prameya. A Chirkut Production. Tomar Monkharape Borsha Ashe Lyrics.
Tomar Monkharape Borsha Ashe Song Lyrics in Bengali:
তোমার মনখারাপে বর্ষা আসে
তোমার খামখেয়ালে বিকেল ফুরোয়
তুমি বাসলে ভালো, চাঁদের আলো
নদীর জলে ঝিনুক কুড়োয়।
সব বুঝেও কেন বুঝছো না যে তাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও।
রাতে ঘাসের উপর শিশির জমে
আর ভোরবেলাতে শিউলি ঝরে
আমি বলবো কি আর প্রেমের কথা
প্রাইভেসি নেই মেসের ঘরে
তুমি নাহয় শুধু মনখারাপই নাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও।
তুমি নিম্নচাপে ঝড়ের মত
ছাদের ঘরে শুকনো পাতা
আমার ভাল্লাগে না ভাল্লাগে না
ফুরিয়ে গেছে আঁকার খাতা
একবার মিথ্যে বলো সত্যি আমায় চাও
হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও।
তোমার মনখারাপে বর্ষা আসে লিরিক্স:
Tomar monkharape borsha ashe
Tomar khamkheyale bikel furoy
Tumi basle bhalo, chander aalo
Nodir jole jhinuk kuroy
Sob bujheo keno bujhchho na je tao
Hawar moto amay chhunye jao
Raate ghaser upor shishir jome
Arr bhorbela te shiuli jhore
Ami bolbo ki arr premer kotha
Privacy nei mess er ghawre
Tumi na hoy shudhu monkharapi nao
Hawar moto amay chhuye jao
Tumi nimnochape jhorer moto
Chhader ghawre shukno paata
Amar bhallage na, bhallage na
Furiye gechhe ankar khata
Ekbar mitthye bolo sottyi amay chao
Hawar moto amay chhunye jao