Raatdupurer Gaan Lyrics By Shovan Ganguly
- Song: Raatdupurer Gaan
- Singer: Shovan Ganguly
- Music & Lyrics: Shovan
Raatdupurer Gaan Song is sung & composed by Shovan Ganguly.
Raatdupurer Gaan Song Lyrics in Bengali:
জ্যোৎস্না আসে, চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে
আমিও তাই হেঁটে বেড়াই
অমানিশায় বুঁদ হওয়ার নেশাও জাগে
জ্যোৎস্না আসে, চোখ লেগে যায়
রাতের মায়ায় শব্দটা ভালোই লাগে
বটের ছায়ার নির্জনতায় ঘুম এসে যায়
আসেনি যা কখনো আগে
আজ থেকে হাজার বছর
আগেও ছিল রাত্রি ভোর
হাতে হাত সঙ্গে তোর
তারা দেখিনি যে তাই
পার করে সমুদ্র রাত
সামলেছি হাজার আঘাত
সামনে সাত সাগরটাকে
শেষে একটু দেখতে পাই
ভোরের আলো, কে দেখালো
লাগছে ভালো, মায়াবী কোন আবেগে
স্রোত ভেসে যায়, দুই খালি পায়
বটের ছায়ায়, লাগেনি যা কখনো আগে
রাতদুপুরের গান লিরিক্স:
Jyotshna ashe chokh lege jaay
Raater mayay shobdo ta bhaloi lage
Boter chhayay nirjonotay ghum eshe jay
Aseni ja kokhono agey
Amio tai hente beray
Amonishay bund howar neshao jage
Aaj theke hazar bochor
Ageo chilo ratri bhor
Haate haat songe tor
Tara dekhini je tai
Par kore somudro raat
Samlechi hazar aghat
Samne saat sagorta ke
Sheshe ektu dekhte pai