Parampara Song Lyrics By Raghab Chatterjee
- Song: Parampara
- Vocals: Anandi Chattopadhyay & Raghab Chattopadhyay
- Composed by: Aheeri Chattopadhyay
- Lyrics: Utpal Das
Parampara Song is sung by Raghab Chatterjee & Anandi. Lyrics written by Utpal Das. Music composed by Aheeri Chattopadhyay. Parampara Song. Parampara Lyrics. Parampara Lyrics in Bengali.
Parampara Song Lyrics in Bengali:
যেখানে জীবন শব্দ হারালো
অচেনা আঁধার এসে দাঁড়ালো
তুমি সেখানে আমার গান
পাঠিয়ে দাও
তুমি সেখানে তোমারও গান
শুনিয়ে দাও
যেখানে ফিকে বেরঙ্গীন
একলা ফাগুনও উদাসীন
ক্লান্ত পায়ে হাঁটা
থেমে আসে
বোবা ঠোঁটে হারায় ভাষা
থমকে যাক আমার ভালোবাসা
চোখে ব্যথার শ্রাবণ
নেমে আসে
তুমি সেখানে আমার গান
পাঠিয়ে দাও
তুমি সেখানে তোমারও গান
শুনিয়ে দাও
গল্প শুরু হবে গানের
মুছবে ছায়া অভিমানের
বন্ধু হব নতুন
আমরা সবাই
মানুষগুলো হবে মুখর
থেমে যাবে নীরব ঝড়
আমি তোমার কাছে
এটুকু চাই
তুমি সেখানে আমার গান
পাঠিয়ে দাও
তুমি সেখানে তোমারও গান
শুনিয়ে দাও
পরম্পরা গানের কথা:
Jekhane jibon shobdo haralo
Ochena andhar eshe daralo
Tumi sekhane amar gaan
Pathiye dao
Tumi sekhane tomaro gaan
Shuniye dao
Jekhane phike berongin
Ekla fagun o udasin
Klanto paaye hanta
Theme asa
Boba thonte haray bhasa
Thomke jak amar bhalobasa
Chokhe byathar shrabon
Neme asey