Manush Boro Ovimani Poem

    Manush Boro Ovimani Poem By Munmun Mukherjee

    • Poem: Manush Boro Ovimani Prani
    • Writer: Sadat Hossain
    • Recited by: Munmun Mukherjee

    Manush Boro Ovimani Kobita written by Sadat Hossain. Recited By Munmun Mukherjee. Manush Boro Ovimani Kobita. Manush Boro Ovimani Poem Lyrics. Manush Boro Ovimani Poem By Sadat Hossain.

    Manush Boro Ovimani Poem Bengali:


    মানুষ বড় অভিমানী প্রাণী
    সে চায় তার মনখারাপ হলে
    প্রিয় মানুষটাকে না বললেও,
    সে বুঝে ফেলুক।

    ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই
    ওপারের মানুষটা বলুক, তোমার মনখারাপ?
    তার এলোমেলো চুল খানিকটা
    লাল চোখ দেখে বলুক,
    তোমার ঘুম হয়নি রাতে?
    দুঃস্বপ্ন দেখেছো?
    টেনশন করছো কিছু নিয়ে?

    সে চায়, মানুষটা বুঝুক
    কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়
    চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে
    বন্ধ করে দিতে হয় চোখের পাতা

    সে চায়, মানুষটা বুঝুক
    কখন হাতের উপর হাত রাখতে হয়
    ফিসফিসিয়ে বলতে হয়,
    আমি তো আছি;
    তবে, মনখারাপ কেন?

    সে চায়, মাঝরাত্রিতে সে টের পাক
    পাশের মানুষটা তার মাথার নীচে
    সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে
    শেষ রাতে যখন খানিকটা হিম নামে
    তখন জড়িয়ে দিচ্ছে ঘুম চাদরে

    সে চায়, তার জন্যেও কেউ
    মাঝরাত্রিতে বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক
    মনে রাখুক তার জন্মদিনের কথা
    প্রথম দিনের কথা
    স্পর্শ অনুভূতির কথা

    সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে
    কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক
    কেউ কপাল ছুঁয়ে বলুক,
    দেখি দেখি তোমার জ্বর নয় তো?

    অভিমানে দূরে সরে যেতে চাইতেই
    কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই
    দূরে সরে যেতে হবে?
    তবে এই যে এত ভালোবাসি
    তাতে আরও কাছে আসে যায়না?
    আরও আরও কাছে
    অনেক অনেক কাছে

    মানুষ বড় অভিমানী প্রাণী
    তারা দু'জনই কেবল ভাবে
    এসবই ঐ মানুষটা করুক
    ঐ অন্য মানুষটা
    কিন্তু শেষমেশ করা হয়না কারোরই

    তাই কাছে আসার রঙিন দিনেরা
    ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়

    মানুষ বড্ড অভিমানী প্রাণী
    অভিমানে সে ক্রমশঃই দূরে চলে যায়
    আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ

    মানুষ বড় অভিমানী প্রাণী

    মানুষ বড় অভিমানী কবিতা:


    Manush Boro Ovimani Prani
    Sey chai tar monkharap holey
    Priyo manush takey na bolleo
    Sey bujhe feluk.

    Phone kore khanik mlan golai hello boltei
    Oparer manush ta boluk, tomar monkharap?
    Tar elomelo chul khanikta
    Laal chokh dekhe boluk
    Tomar ghum hoyni raate?
    Duswopno dekhechho?
    Tension korchho kichhu niye?

    Sey chai, manush ta bujhuk
    Kokhon shokto kore buker sathe chepe dhorte hoy
    Chokher samne aalto kore haat chhunye
    Bondho kore ditey hoy chokher paata

    Sey chai manush ta bujhuk
    Kokhon haater upor haat rakhte hoy
    Phisphisiye boltey hoy
    Ami toh achhi
    Tobe monkharap keno?