Keno Emon Hoy song is sung by Riyadh Ali. Lyrics & Tune also by him. Cast - Zaher alvi, ontora, Rocky Khan. Directed by Eagle Team. Keno Emon Hoy song lyrics. Keno Emon Hoy riyadh ali song lyrics. Keno emon hoy lyrics.
Keno Emon Hoy drama song lyrics. Keno emon hoy natok song lyrics.
Keno Emon Hoy Lyrics in Bengali :
কেন এমন হয় ?
যেন সব ভুলে যায়
যখন ভাবি তোমায়
এলোমেলো হয় যায় (×2)
ওই ওই ওই..
থাকো তুমি হৃদয় জুড়ে
জীবন টা তোমায় ঘিরে
আড়াল হলে কেমন করে বাঁচি আমি ? (×2)
তুমিহীনা লাগেনা ভালো
সবই যেন অগোছালো
বিষন্ন থাকে মন সারাক্ষণ
সবই যেন লাগে ফাঁকা
সবার মাঝে আমি একা
মনে হয় পাশে থাকো সারাক্ষণ
আছোতো হৃদয় জুড়ে
সবইতো তোমায় ঘিরে
তুমি ছাড়া কেমন করে বাঁচি আমি ?
কেন এমন লাগে?
তুমিহীনা শূন্য লাগে
মনে অপূর্ণতা জাগে
এলোমেলো হয়ে যায়
কেন এমন হয় ?
যেন সব ভুলে যায়
যখন ভাবি তোমায়
এলোমেলো হয় যায়
ওই ওই ওই..
থাকো তুমি হৃদয় জুড়ে
জীবন টা তোমায় ঘিরে
আড়াল হলে কেমন করে বাঁচি আমি ? (×2)
যেওনা চলে তুমি
ফুরিয়ে যাবো আমি
হারাবে ভালোবাসায়
দেবোনা হারাতে তোমায়
তোমার মাঝে সুখ খুঁজে পায়
মনে হয় মিশে থাকো সারাক্ষণ
আছো তো হৃদয় জুড়ে
আমিতো তোমায় ঘিরে
তুমি ছাড়া কেমন করে বাঁচি আমি ?
কেন এমন হয় লিরিক্স :
Keno emon hoy ?
Jeno sob bhule jai
Jokhon vabi tomay
Elomelo hoye jai
Oi oi oi
Thako tumi hridoy jurey
Jibonta tomay ghirey
Aral hole kemon korey banchi ami ?
Amarkobita4u.com
We provide Bengali poems & the lyrics of Bengali songs.