Jodi Kichuta Somoy Dite Lyrics By Rishi Panda
- Song: Jodi Kichuta Somoy Dite
- Music & Lyrics: Rishi Panda
- Vocal: Rishi Panda
Jodi Kichuta Somoy Dite song is sung, composed & written by Rishi Panda.
Jodi Kichuta Somoy Dite Song Lyrics in Bengali:
সহজে ভুলেছ আজ আমাকে বোধহয়
আছ তোমার দামি ঘরে, উঁচু ঠিকানায়
ছিল আশা মনে, কথা রাখবে তুমি
জানি আমারই তো ভুল, তুমি ছিলে দোটানায়
সে তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা
যদি কিছুটা সময় দিতে, বুঝতে আমায়
একা ফেলে যেতে নাতো ঘোর বর্ষায়
যদি কিছুটা সময় দিতে, বুঝতে আমায়
মন যে দিলাম মন পাওয়ারই আশায়
সারাদিন ঘুরে ঘরে ফেরার পর
রাস্তা থেকে দেখতাম ঐ ছাদের ওপর
একটা ছাতার নীচে কোনোরকম
বেশি আমি ভিজতাম, তুমি কিছু কম
বলতে তুমি কেন গভীর রাতে
তোমার গোপন কথা আমার সাথে
ছিল তোমার কথা দিয়ে
নতুন করে গল্প লেখা
আলতো হাত ধরে
এ শহরটাকে চিনতে শেখা
যদি কিছুটা সময় দিতে, বুঝতে আমায়
একা ফেলে যেতে নাতো ঘোর বর্ষায়
যদি কিছুটা সময় দিতে, বুঝতে আমায়
মন যে দিলাম মন পাওয়ারই আশায়
যদি কিছুটা সময় দিতে লিরিক্স:
Sohoje bhulecho aaj amake bodhoy
Aaj tomar dami ghawre unchu thikanay
Chhilo asha mone, kotha rakhbe tumi
Jani amari toh bhul, tumi chhile dotanay
Sey tomar kotha diye
Notun kore golpo lekha
Aalto haat dhore
E shohor takey chinte shekha
Jodi kichuta somoy dite, bujhte amay
Eks fele jete nato ghor borshay
Jodi kichuta somoy dite bujhte amay
Mon je dilam, mon pawari ashay