
Jago Maa Lyrics by Arijit Singh
About the Song
“Jago Maa” is a powerful and poignant devotional song, delivered with immense soul by the incredible Arijit Singh. With a moving composition by Jeet Gannguli and thought-provoking lyrics by Chandrani, this song transcends the traditional 'Agomoni' by blending a prayer to Goddess Durga with a heartfelt plea for peace in a world torn by strife.
The song calls upon the Divine Mother to awaken ("Jago Maa") and witness the violence, hatred, and conflict plaguing humanity. It questions how one can celebrate her arrival with traditional songs when the world is in such turmoil. It is a prayer for her to rise in her formidable form and restore peace and harmony.
"জাগো মা" অরিজিৎ সিংয়ের কণ্ঠে এক শক্তিশালী এবং মর্মস্পর্শী ভক্তিমূলক গান। জিৎ গাঙ্গুলীর অনবদ্য সুর এবং চন্দ্রানীর কথায়, এই গানটি শুধুমাত্র একটি আগমনী গান নয়, বরং হিংসায় জর্জরিত পৃথিবীতে শান্তির জন্য দেবী দুর্গার কাছে এক আকুল আবেদন।
A Prayer for Modern Times
The song uses the traditional theme of awakening the Goddess ("Jago") to address very modern problems—war ("juddho hana hani"), religious violence ("Dhormer naame"), terrorism ("Ugrobad-er motto danob"), and nuclear threats ("Poromanu ostro"). The plea for Maa Durga to rise with her ten weapons ("dashapraharana haate") is not just for defeating a mythical demon, but for vanquishing the real-world demons of hatred and violence that threaten humanity's existence.
Jago Maa Lyrics in Bengali
🎶 জাগো মা | Jago Maa Song Lyrics
জাগো মা, জাগো মা
জাগো দুর্গা, জাগো মা
বিশ্ব জুড়ে হিংসা ও দ্বেষ
যুদ্ধ হানাহানি
এমন করে গাইবো মাগো
তোমার আগমনী
ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে
হিংসার বিষে গড়া প্রাচীরে বিভেদে
জাতের পাতের এই বিরোধে মা কতবার
স্বজন হারানো কত অসহায় পরিবার
আর্তি তাদের শোনো মা
আর্তি তাদের শোনো মা
জাগো মা, জাগো মা
জাগো দুর্গা, জাগো মা
উগ্রবাদের মত্ত দানব
দিয়েছে আজ হানা
শক্তিধরের যুদ্ধবিমান
ছাড়িয়েছে সীমানা
পরমাণু অস্ত্রে ধরা
ধ্বংস বুঝি হবে
জগন্ময়ী মাগো তুমি
শান্ত কেন তবে
এবার তবে মাগো
দশপ্রহরন হাতে
স্বমূর্তিতে জাগো
স্বমূর্তিতে জাগো মাগো
স্বমূর্তিতে জাগো
বিশ্বজুড়ে রণধ্বনী
যাক মাগো আজ থেমে
নিধন করো হিংসাকে মা
শান্তি আসুক নেমে
করজোড়ে জানাই মাগো
প্রার্থনা এই ক্ষনে
বিবাদ বিভেদ না সয়ে মা
শান্তি আসুক ভূবনে
জাগো মা, জাগো মা
জাগো দুর্গা, জাগো মা
People Also Search For
Jago Maa Lyrics in English Transliteration
Frequently Asked Questions:
- Who sang the song "Jago Maa"?
- The powerful song is sung by the acclaimed artist Arijit Singh.
- Who composed the music and wrote the lyrics?
- The music for "Jago Maa" was composed by Jeet Gannguli, with lyrics penned by Chandrani.
- What is the central message of the song?
- The song is a prayer to Goddess Durga, urging her to awaken and intervene in a world filled with violence, war, and hatred. It is a plea for her to destroy these evils and bring peace to the world.
- Is this a traditional Agomoni song?
- While it follows the Agomoni tradition of welcoming the goddess, its focus on contemporary global issues like war and terrorism gives it a modern, universal appeal beyond a typical festive song.