Gun Gun Gaan Geye Lyrics by Mahtim Shakib
- Song- Gun Gun Gaan Geye
- Vocals - Elita Karim | Mahtim Shakib
- Music programming and sound - Rezwan Sheikh
- Lyrics and Tune -Mahtim Shakib
- Cast - Iftekhar Rafsan | Parbot Raihan
Gun Gun Gaan Geye Song is sung by Mahtim Shakib. Lyrics n tune by him. Cast : Iftekhar Rafsan and Parbot Raihan.
Gun Gun Gaan Geye Lyrics in Bengali :
গুনগুন গান গেয়ে শত হাসির কারন হয়ে
তোর নাম বাঁধলো বাসার এ মনে,
কিছুই না বুঝে তোর পিছে পিছে
চলছি বুঁদ হয়ে আনমনে
উঠুক যতই ঝড় চাই শুধুই তোমায় ,
শত নিয়মের বাঁধন ভেঙে
আলো কি আঁধার মন থাকে ডুবে
তোমার ভালোবাসার নীল খামে
তোমাকে ভালোবাসি ভালোবাসি
খুব তাই কাছে আসি ছুটে আসি
বারবার এজীবন এজীবন
শুধু তোমায়.....
তোমাকে ভালোবাসি ভালোবাসি
খুব তাই কাছে আসি ছুটে আসি
বারবার এজীবন এজীবন
শুধু তোমায়, শুধু তোমায়....
আলো আঁধারের গল্প বলছি শোনো
যাক জীবন পরোয়ানা করে
হারাতে চাইনা তোমায় কখনো
আলো আঁধারের গল্প বলছি শোনো
যাক জীবন পরোয়ানা করে
হারাতে চাইনা তোমায় কখনো
তুমি যে এমন পরিণামের পাতায়
এ জীবনের খাতায় তোমার ভালোবাসায়
তোমাকে ভালোবাসি ভালোবাসি
খুব তাই কাছে আসি ছুটে আসি
বারবার এজীবন এজীবন
শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায় ...
গুন গুন গান গেয়ে লিরিক্স :
Gun Gun Gaan Geye soto hasir karon hoye
Tor nam bandhlo basar e mone
Kichui na bujhe tor piche piche
Cholchi bund hoye anmone
Uthuk jotoi jhor chai sudhu tomay
Soto niyomer bandhon venge
Alo ki andhar mon thake dube
Tomar valobashar nil khame