Du Hat Tule Bol Re Krishna Naam Lyrics

Du Hat Tule Gao Re Krishna Naam Lyrics

  • Song: Du Hat Tule Gao Re Krishna Naam
  • Singer: Sucharita Saha (Das)
  • Lyrics & Music: Vaskar Mondal

Du Hat Tule Bol Re Krishna Naam song is sung by Sucharita. Music composed by Vaskar Mondal. Du Hat Tule Bole Krishna Naam Lyrics. Du Hat Tule Bol Re Krishna Nam Lyrics. Duhat Tule Bolre Krishna Naam. Duhat Tule Bolre Krishna Naam Lyrics.

Du Hat Tule Bol Re Krishna Naam Lyrics Bengali:


দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম
পুরবেরে তোর সকল মনোস্কাম

আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচোরে মন কৃষ্ণ বলে

দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম
পুরবেরে তোর সকল মনোস্কাম
আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচোরে মন কৃষ্ণ বলে

হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে

কত পাপী-তাপী তোরে গেলো এই মহানামে
এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে
কত পাপী-তাপী উদ্ধারিলো এই মহানামে
এই মধুর নাম ছড়িয়ে দেবো সকল গ্রামে

শহরে গিয়েও গাইবো কৃষ্ণ নাম
হবে সেথা বৃন্দাবন ধাম
আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচোরে মন কৃষ্ণ বলে
আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচোরে মন কৃষ্ণ বলে

কৃষ্ণ নামে মজে ছিলেন গৌর আর নিতাই
ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরেকৃষ্ণ গাই
পাড়ের কড়ি এই মহানাম
ভজরে মন হরে কৃষ্ণ নাম

আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচোরে মন কৃষ্ণ বলে
দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম
পুরবেরে তোর সকল মনোস্কাম
আজ প্রেমানন্দে বাহু তুলে
নাচোরে মন কৃষ্ণ বলে
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে

দুহাত তুলে বলরে কৃষ্ণনাম লিরিক্স:


Du haat tule bol re krishna naam
Purbe re tor sokol monoskam

Aaj premanonde bahu tule
Nacho re mon krishna bole

Duhat tule bolre krishna naam
Purbe re tor sokol monoskam

Aaj premanonde bahu tule
Nacho re mon krishna bole

Hare Krishna hare Krishna,
Krishna Krishna hare hare
Hare Ram hare Ram
Ram Ram hare hare

Du hat tule bolre krishna nam
Du hat tule bolre krishna nam
326404665953066090

TRENDING NOW

326404665953066090