Coffee Houser Sei Addata Lyrics
Coffee Houser Sei Addata Lyrics by Manna Dey

Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics

🎵 Song
Coffee Houser Sei Addata
🎤 Singer
Manna Dey
🎼 Music
Suparnakanti Ghosh
✍️ Lyrics
Gauriprasanna Mazumder
💿 Album
Hits Of Manna Dey Volume 2

About the Song

“Coffee Houser Sei Addata Aaj Aar Nei” is an iconic Bengali song that has transcended generations, becoming an anthem of nostalgia, friendship, and the relentless passage of time. Sung with profound emotion by the legendary Manna Dey, this masterpiece was composed by Suparnakanti Ghosh with timeless lyrics by Gauriprasanna Mazumder.

The song paints a vivid, melancholic picture of a group of seven friends and their spirited conversations at a Kolkata coffee house. It beautifully chronicles the divergent paths their lives take—from success and fame to tragedy and obscurity. Each character, from Nikhilesh in Paris to Roma Roy in a mental asylum, feels incredibly real, making the listener a silent participant in their lost world.

"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই" একটি আইকনিক বাংলা গান যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বন্ধুত্ব, স্মৃতি এবং সময়ের স্রোতের এক অবিস্মরণীয় গাথা হয়ে উঠেছে। কিংবদন্তী শিল্পী মান্না দের আবেগঘন কণ্ঠে গাওয়া এই গানটির সুর করেছেন সুপর্ণকান্তি ঘোষ এবং কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার।

The Myth and The Reality

For decades, fans have tried to connect the song to the famous Indian Coffee House on College Street, Kolkata, and identify the real-life counterparts of Nikhilesh, Moidul, Roma Roy, and the others. However, in an interview, the composer Suparnakanti Ghosh himself confirmed that the song is a work of complete fiction. The characters are not based on real people, and the story is a poignant creation of the lyricist's imagination, meant to evoke a universal feeling of nostalgia rather than document a specific group of friends.

Coffee Houser Sei Addata Lyrics in Bengali

🎶 কফি হাউসের সেই আড্ডাটা | Coffee House Song Lyrics

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

লা লা লা লাললালা লা লা

নিখিলেש প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোনো খবরে

গ্র্যান্ডের গিটারিস্ট গুয়ানিজ ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে

আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে

জীবন করেনি তাকে ক্ষমা হায়

কফি হাউজের সেই আড্ডাটা

আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখপতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ী বাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেש সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকত

আর চোখ ভরা কথা নিয়ে

নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই, আজ আর নেই

লা লা লা লাললালা লা লা

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা

চারমিনার ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু করে, জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই, আজ আর নেই

লা লা লা লাললালা লা লা

কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলোনা কোথাও ছাপা

পেল না সে প্রতিভার দামটা

অফিসের সোশ্যালে, অ্যামেচার নাটকে

রমা রায় অভিনয় করত

কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কী লিখেছে তাই শুধু পড়ত

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা আজও খালি নেই

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কতজন এল গেল, কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা

আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

লা লা লা লাললালা লা লা

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই

People Also Search For

Coffee Houser Sei Addata Lyrics কফি হাউসের সেই আড্ডাটা লিরিক্স Manna Dey songs Gauriprasanna Mazumder lyrics Nikhilesh Paris e Moidul Dhakate

Coffee Houser Sei Addata Lyrics in English Transliteration

Coffee Houser sei ad-data aaj aar nei,
Aaj aar nei...
Kothay hariye gelo sonali bikel-gulo shei,
Aaj aar nei...

Nikhilesh Paris-e, Moidul Dhaka-te,
Nei tara aaj kono khobore.
Grand-er guitarist Guaniz D'souza
Ghumiye ache je aaj kobore.

Kake jeno bhalobeshe
Aghaat peye je sheshe,
Pagla garode achhe Roma Roy.
Amol-ta bhugche duronto cancer-e,
Jibon koreni take khoma haay.

Sujata-i aaj shudhu shobcheye sukhe achhe,
Shunechi to lakhpoti swami taar.
Heere aar johorote aagagora mora shey,
Gari, bari, shobkichu daami taar.

Art college-er chhele Nikhilesh Sanyal,
Bigyaponer chhobi aankto.
Aar chokh bhora kotha niye,
Nirbak srota hoye,
D'souza-ta boshe shudhu thakto.

Shei shaat-jon nei aaj, table-ta tobu achhe,
Shaat-ta peyala aaj-o khali nei.
Eki shey bagane aaj esheche notun kunri,
Shudhu shei sediner maali nei.

Koto shopner rod othe ei coffee house-e,
Koto shopno meghe dheke jaay.
Kotojon elo gelo, kotojon-i aashbe,
Coffee House-ta shudhu theke jaay.

Frequently Asked Questions:

Who sang the iconic song "Coffee Houser Sei Addata"?
The legendary singer Manna Dey lent his unforgettable voice to this timeless classic.
Is the song based on the Indian Coffee House in Kolkata?
While the song evokes the atmosphere of the famous College Street Coffee House, the story and its characters are entirely fictional. It captures the spirit of the place rather than a specific real-life 'adda'.
Are the characters like Nikhilesh, Moidul, and Roma Roy real people?
No. The song's composer, Suparnakanti Ghosh, confirmed in an interview that the lyricist Gauriprasanna Mazumder created these characters from his imagination. They are not based on any real individuals.
What is the central theme of the song?
The song is a poignant reflection on nostalgia, the passage of time, and how friendships and life paths diverge. It beautifully captures the bittersweet feeling of looking back at a golden past that is now lost forever.
326404665953066090
326404665953066090