Bodnaam Lyrics by The Bong Studio Originals
- Song: Bodnaam
- Singer: Sayan Bhattacharya
- Music & Lyrics: Sayan Bhattacharya
- Music Label: The Bong Studio
Bodnaam Song is sung, composed & written by Sayan Bhattacharya. The Bong Studio Originals Present.
Bodnaam Song Lyrics in Bengali:
তুমি আছো, ভালো আছো
ভালো থাকার স্রোতে বাঁচো
গন্ধমাখা জামার বোতাম
তাতে লেগে আছে আমার বদনাম
অপমানের বোঝা
লেগে আছে চাদরে
আজও কেন খুঁজি তোমায়
চেনা খামের ভেতরে
আবছা করে লেখা
আজও তোমার নাম
কাল বদলে ফেলাবো
তোমার দেওয়া বদনাম
আমার বদনাম... আমার বদনাম...
কঠিন সময় ছেড়ে গেলে
বৃষ্টি দু'হাতে নিঃস্ব করে
ভালোবাসার প্রতিদান
ফোঁটায় ফোঁটায় মিটিয়ে দিলে
সবুজের মাঝে অবুঝ হব
থেকে যাব শিশিরের ফোঁটায়
আর থাকবে না তুমি
আর থেকে যাবে সময়
কিছু না বলা কথা
আর অভিমান
নির্বাক হয়ে মেনে নিলাম
অতীতের সব অপমান
আবছা করে লেখা
আজও তোমার নাম
কাল বদলে ফেলাবো
তোমার দেওয়া বদনাম
আমার বদনাম... আমার বদনাম...
বদনাম গানের কথা - সায়ন:
Tumi acho bhalo acho
Bhalo thakar srote bacho
Gondho makha jamar botam
Tate lege ache amar bodnaam
Opomaner bojha
Lege ache chadore
Aajo keno khuji tomay
Chena khamer bhetore
Abcha kore lekha
Ajo tomar naam
Kal bodle felabo
Tomar dewa Bodnaam
Amar bodnaam...
Amar bodnam...