Bhenge Porona Ebhabe Lyrics

Bhenge Porona Ebhabe Lyrics By Pritom Hasan

  • Song: Bhenge Porona Ebhabe
  • Singer & Composer: Pritom Hasan
  • Lyrics: Rakib Hasan Rahul, Pritom Hasan
  • Cast: Shafiul Alam Babu, Reshma Reshmee, Tasmia
  • Label: Gaanchill Music

Bhenge Porona Ebhabe song is composed & sung by Pritom Hasan. This song is a tribute to the child, named Anaya Khan Shifa.

Bhenge Porona Ebhabe Song Lyrics in Bengali:


যখন সন্ধ্যা নেমে জোনাকীরা আসে
আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে
তোমার ঘরের পুতুল তখন
চুপ অভিমানে ঘরে ফিরে যায়
ভাঙা মনে তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙ্গে পড়োনা এভাবে
কেউ থাকেনা চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙে যাবে

ভেঙ্গে পড়োনা এই রাতে...

ও চাঁদ, বলোনা সে লুকিয়ে আছে কোথায়
সে কি খুব কাছের তারাটা তোমার
সে কি করেছে অভিমান আবার
হঠাৎ সে চলে গেছে শূণ্যতায়
যেন এই ঘরে তাইতো রাত আমায় বলে

তুমি ভেঙে পড়োনা এইভাবে
কেউ থাকেনা চিরদিন সাথে
যদি কাঁদো এভাবে
তার ঘুম ভেঙে যাবে

ভেঙ্গে পড়োনা এই রাতে...

ভেঙ্গে পড়োনা এভাবে লিরিক্স:


Jokhon Sondhya neme jonakira ashe
Arr phool gulo subas choray raate
Tomar ghorer putul tokhon
Chup obhimane ghore phire jaay
Bhanga mone tai toh raat amay bole

Tumi bhenge porona ebhabe
Kew thakena chirodin sathe
Jodi kando ebhabe
Tar ghum bhenge jabe

Bhenge porona ei raate...
326404665953066090

TRENDING NOW

326404665953066090