Bhalobasha Alo Asha Lyrics


Bhalobasha Alo Asha Lyrics :

  • Song- Bhalobasha Alo Asha
  • Singer - Sonu Nigam
  • Music- Jeet Gannguli
  • Lyrics - Priyo Chattopadhyay
  • Produced by - Surinder Films pvt. Ltd
  • Covered by - Souradipta Ghosh
  • Re-arrangement - Arghya Ghosh
  • Mix and Mastered- Rupak Tiary

Valobasha alo asha song is sung by Sonu Nigam. Covered by - Souradipta Ghosh. This song is from 'Hero' movie. Lyrics by Priyo Chattopadhyay. Music composed by Jeet Gannguli.

Valobasha Alo Asha Lyrics in Bengali :


চোখের আড়াল হলে ভালোবাসা কমে না
স্বপ্নের পথ চলা কখনো যে থামে না ,
চোখের আড়াল হলে ভালোবাসা কমে না
স্বপ্নের পথ চলা কখনো যে থামে না
রাখবো আমি কথা, সইবো বিরহ ব্যথা
মিলবো তবুও দুজনে । 

ভালোবাসা আলো আশা
থেকে যাবে এই মনে
ভুলবোনা মুছবোনা 
এই স্মৃতি জীবনে । 

কতদিন বলো প্রেম বন্দিনী থাকবে
কতকাল ওরা চোখে জলছবি আঁকবে ।

কতদিন বলো প্রেম বন্দিনী থাকবে
কতকাল ওরা চোখে জলছবি আঁকবে
রয়েছো হৃদয় জুড়ে, থাকো না যতই দূরে
মিলব তবুও দুজনে ।

ভালোবাসা আলো আশা
থেকে যাবে এই মনে
ভুলবোনা মুছবোনা 
এই স্মৃতি জীবনে ।

আসবে পথে বাধা
বিঁধবে পায়ে কাঁটা 
মিলবো তবুও দুজনে..
ভালোবাসা আলো আশা
থেকে যাবে এই মনে
ভুলবোনা মুছবোনা 
এই স্মৃতি জীবনে ।

ভালোবাসা আলো আশা লিরিক্স :


Choker aral hole valobasha kome na
Swopner poth chola kokhono je thame na
Choker arla hole valobasha kome na
Swopner poth chola kokhono je thame na
Rakhbo ami kotha soibo biroho bytha
Milbo tobuo dujone 

Valobasha alo asha 
Theke jabe ei mone
Vulbona muchbona 
Ei smriti jobone.


326404665953066090

TRENDING NOW

326404665953066090