Amar Kono Golpo Nei Lyrics
- Song: Amar Kono Golpo Nei
- Movie: Tasher Ghawr
- Lyrics & Composition: Soumit Deb
- Vocal: Swastika Mukherjee
Amar Kono Golpo Nei Song is sung by Swastika Mukherjee. Music composed by Soumit Deb. This song is from "Tasher Ghawr".
Amar Kono Golpo Nei Song Lyrics in Bengali:
তাসের ঘর দোরে
দারুন খেলা করে
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে
পাখির ঠোঁট চেনে বাসার মুখ
আমার কোনো গল্প নেই
তাসের ঘর দোরে
হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ
গড়ার শেষে তবে
না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ
আমার কোনো গল্প নেই
দুঃখ যাকে মানায় না
সেই ঋতুর কাছেই ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দু-এক পশলা ঝড়ের অসুখ এসে
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায় স্বেচ্ছায়
টুকরো কিছু কিছু
স্বপ্ন কুচিপিছু
টানে আলেয়া চোখে কাজল সেই
আমার কোনো গল্প নেই
তাসের ঘর দোরে
পালক হয়ে ঝরে
আমার হারিয়ে যাওয়া ডানার সেই
খেলার শেষে চলো
তোমার কথা বলো
আমার আলাদা কোনো গল্প নেই
আমার কোনো গল্প নেই
আমার কোনো গল্প নেই লিরিক্স:
Tasher Ghawr Dore
Darun khela kore
Joler gaaye bhanga dangar sukh
Etuku aalo dekhe
Kishori paa ta shekhe
Pakhir thont chene basar mukh
Amar Kono Golpo Nei
Tasher ghawr dore
Hothath eshey pore
Jaadur oboshore maayar dheu
Gorar sheshe tobe
Na hoy megh hobe
Bhorer kachhe thakte asha swopne kew
Amar kono golpo nei