Agomoni Alo Lyrics

Agomoni Alo Lyrics :

  • Song- ogo Amar Agomoni Alo
  • Original singer - Shipra Basu
  • Lyrics - Bani Kumar
  • Composer- Pankaj Kumar Mullick
  • Vocal - Jayati Chakraborty
Agomoni Alo song is covered by Jayati Chakraborty. The original song was sung by Shipra Basu. Music composed by Pankaj Kumar Mullick.

Agomoni Alo Lyrics in Bengali:


ওগো আমারও আগমনী আলো
ওগো আমারও আগমনী আলো,
জ্বালো প্রদীপ জ্বালো
জ্বালো ..
ওগো আমার আগমনী আলো । 

এই শরতেরও ঝাঞ্ঝাবাতে
নিশারও শেষে রুদ্রমাতে,
এই শরতেরও ঝাঞ্ঝাবাতে
নিশারও শেষে রুদ্রমাতে,
নিভলো আমারও পথের বাতি
নিভলো প্রাণেরও আলো,
ওগো আমারও আগমনী আলো । 

ওগো আমারও পথ দেখানো আলো
জীবন জ্যোতিরূপের সুধা ঢালো ঢালো ঢালো,
দিক হারানো শঙ্কাপথে আসবে
দিক হারানো শঙ্কা পথে আসবে,
অরুণ রথে আসবে কখন আসবে
টুটবে পথের নিবিড় আঁধারও,
সকলও দিশার আলো ।

বাজাও আলোরও কণ্ঠবিনা
ওগো পরম ভালো পরম ভালো,
ওগো আমারও আগমনী আলো
জ্বালো প্রদীপ জ্বালো, জ্বালো
ওগো আমারও আগমনী আলো..

আগমনী আলো লিরিক্স : 


Ogo amaro agomoni alo
Ogo amaro agomoni alo
Jwalo prodip jalo
Jwalo..
Ogo amar agomoni alo
Ei shoroter jhonjabate
Nisharo seshe rudro mate..
326404665953066090

TRENDING NOW

326404665953066090