Tomar Valo Hok Lyrics by Minar Rahman
- Song- Tomar Bhalo hok
- Singer- Minar Rahman
- Drama- Mr. & Ms. Chapabaz
- Lyrics - Mehedi Hasan Limon
- Tune & Music - Rezwan Sheikh
- Director- Rubel Hasan
- DOP - Kamrul Islam Shubho
- Edit & Color - Agun suvo
- Produced- Sk Shahed Ali
- Label- Central Music and Video [CMV ]
Tomar valo hok song is sung by Minar Rahman from Mr. and Ms. Chapabaz bengali Natok. Starring : Apurba and Mehazabien Chowdhury. Music composed by Rezwan Sheikh and Tomat Bhalo Hok Lyrics in Bengali written by Mehedi Hasan Sheikh.
Tomar Bhalo Hok Song Lyrics in Bengali :
চলে যাওয়া বলে কিছু নেই
সবই ফিরে ফিরে আসা,
জীবন গড়া ভীষণ কঠিন
পদ্ম পাতার জলে ভাসা।
তোমার স্বপ্ন ঘেরা চোখ
আমার সুখের অসুখ,
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক ।
যোগাযোগ কমে যায় ধীরে ধীরে
সময়ের বয়স বাড়ে দিন দিন,
শুকনো গোলাপ জানে ডাইরির ভাঁজে
স্মৃতিরা কিভাবে হয় মলিন ।
তোমার সেই স্মৃতিগুলো
তুমি হয়ে বেঁচে থাকুক,
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক ।
যোগ বিয়োগের নিছক খেলায়
মুখ ফিরিয়ে সবাই থাকে ফিরে
কুয়াশা ঘেরা সেই পথের ভিড়ে
বারে বারে আমি যাই হারিয়ে ।
জানি নেই কোনো কিছুই
তবুও সে ফিরে আসুক,
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক
আমি আজও শুধু চাই তোমার ভালো হোক ।
তোমার ভালো হোক লিরিক্স - মিনার রহমান :
Chole jaouya bole kichu nei
Sobi fire asha
Jibon gora vison kothin
Poddo patar jole vasa
Tomar swopno ghera chok
Amar sukher osukh
Ami aajo sudhu chai tomar valo hok
Ami aajo sudhu chai tomar bhalo hok .