Majhe Majhe Lyrics By Prottoy Khan
- Song: Majhe Majhe
- Singer: Prottoy Khan
- Music: Prottoy Khan
- Lyrics: Ziauddin Alam
- Natok: Don't Touch Me
- Starring: Ziaul Faruq Apurba, Tasnia Farin
Majhe majhe song is sung & composed by Prottoy Khan. This song is from the drama "Don't Touch Me".
Majhe Majhe Song Lyrics in Bengali:
মাঝে মাঝে একা লাগে
তোমার দেখা না পেলে
মাঝে মাঝে শূণ্য লাগে
কাছে তুমি না থাকলে
দূরে কখনো যেও না
দূরে গেলে, মন যে বোঝেনা
মন যে থাকে তোমার মাঝে
দিবানিশি চাওয়া পাওয়া
থাকে শুধু স্বপ্নের কাছে
ভালোবাসা উড়ু হাওয়া
দূরে কখনো যেও না
দূরে গেলে, মন যে বোঝেনা
সুখের জন্য চেয়ে আছি নতুন আলোয়
মনের জমিনে দাওনা ভালোবাসায় মেখে
দূরে কখনো যেও না
দূরে গেলে, মন যে বোঝেনা
মাঝে মাঝে লিরিক্স - প্রত্যয় খান:
Majhe majhe eka lage
Tomar dekha na pele
Majhe majhe shunno lage
Kache tumi na eley
Dure kokhono jeo na
Dure gele mon je bojhena