Ekla Cholo Re song by Anupam Roy
Song - Ekla cholo Re ( একলা চলো রে )
Singer - Anupam Roy
Lyrics and Music - Rabindranath Tagore
Jodi tor dak shune keo na ashe song is sung by Anupam Roy . Music composed by Rabindranath Thakur. And lyrics was written by Rabindranath Thakur .
Ekla Cholo Re Lyrics in Bengali :
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে ।
একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে ।
যদি কেউ কথা না কয়
ওরে ও অভাগা কেউ কথা না কয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয়,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে
সবাই করে ভয় ।
তবে পরান খুলে ও তুই
মুখ ফুটে তোর মনের কথা
একলা বলো রে,
যদি তোর ডাক শুনে..
যদি আলো না ধরে
ওরে ওরে ও অভাগা আলো না ধরে,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে,
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে ।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে ।
একলা চলো রে লিরিক্স , অনুপম রায় :
Jodi tor Dak sune kew na aashe
Tobe ekla Cholo re
Jodi tor Dak sune kew na ase
Tobe ekla Cholo re
Ekla Cholo ekla Cholo ekla Cholo re
Jodi tor Dak sune kew na ashe
Tobe ekla Cholo re
Jodi Keo kotha Na koi
Ore o re o ovaga keo kotha na koi
Jodi Sobai thake mukh firaye
sobai kore voi
Jodi Sobai thake mukh firaye
sobai kore bhoy.