Tumio Amake Cheno Lyrics By The Bong Studio Originals
- Song: Tumio Amake Cheno
- Singer: Shaoni Shome
- Music & Lyrics: Pratik Kundu
Tumio Amake Cheno song is presented by The Bong Studio Originals. This song is sung by Shaoni Shome. Music composed by Pratik Kundu. Lyrics is also written by him.
Tumio Amake Cheno Song Lyrics in Bengali:
রাত ভাঙে বৃষ্টির পাহাড়
পথ পাচ্ছিনা ফিরবার
ঢেউ ভাঙছে বুকে আবার
যন্ত্রণা ভালোবাসার
তোমার জোনাকীরা জ্বলে নেভে আজ
দেখায় কোনো নতুন পথের খোঁজ
আবার মেলো ডানা
খুঁজে পেলে রঙিন বাহানা
শুধু জানিয়ে দিও
আমায় তোমার ঠিকানা
তুমিও আমাকে চেনো
আমার সেই আমিকে চেনো না
তোমায়ও চিনেছি আমি
কত ভালো করে জানিনা
এক হাজার বছর পরে
তুমি আসবে আমার দেহের মাঝে
আবার আসবে সকাল
বাঁচবে প্রাণ খুলে
আবার যাবে আমার,
কানে কানে বলে
তোমার ঠিকানা, আমার অজানা...
হাজার বৃষ্টি ছোঁয়ায়
ভিজছে আমার উঠোন
তোমার চিলেকোঠায়
রাখা আমার মন
লুকিয়ে ছিলে কোথাও যেন
আমি ডাকব তোমায়, আমার গানে
সময় পেলে বলো
আমি তোমার হব
আমার সেই আমিকে পেলে
আমি তাকেই বলে যাব
তোমার ঠিকানা...
তুমিও আমাকে চেনো লিরিক্স:
Raat bhange brishtir pahar
Poth pachchhina phirbar
Dheu bhangchhe bukey abar
Jontrona bhalobasar
Tomar jonaki ra jwole nebhe aaj
Dekhay kono notun pother khnoj
Abar melo dana
Khunje pele rongin bahana
Shudhu janiye diyo
Amay tomar thikana
Tumio amake cheno
Amar sei amike cheno na
Tomayo chinechhi ami
Koto bhalo kore janina