Farewell Kolkata Lyrics By Taalpatar Shepai
- Song: Farewell Kolkata
- Vocal: Pritam Das
- Original Tune: Jamaica Farewell
- Lyrics: Souvik Chakraborty
Farewell Kolkata song is performed by Taalpatar Shepai. The song is sung by Pritam Das. Lyrics written by Souvik.
Farewell Kolkata Song Lyrics in Bengali:
রাত্রি শেষ হল, যেমন হয়
আর হাইরাইজের পিঠে সূর্যোদয়
আমিও বেরোলাম ঘর ছেড়ে আর
আর অভিমানী পিছুটান মুখ লুকায়
এই বিষাদস্নান
কোন স্রোতের টান
শুনতে চায়
ঘরে ফেরার গান
গান হারিয়ে যায়, লিখি মেঘের গায়
তাকে ফেলে এসেছি আমি কলকাতায়
বিকেল ফুরোলে আলগোছে
যত নিয়ন গড়িয়ে নামে মনখারাপ
চোখের পাতায় বিয়ারঘুম, আমি
প্রাণপণে খুঁজি পোষা বাস্তুশাপ
এই মন কেমন
লাগে যার যেমন
খুঁজে বেড়ায়
চেনা ঘরের কোণ
ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায়
তাকে ফেলে এসেছি আমি কলকাতায়
প্রবাসী পাখিদের দুই ডানায়
রোজ নতুন নতুন কত পূর্বরাগ
শরীর শরীরে মেশে আশ্লেষে
তবু প্রাণপণে খুঁজি চেনা জন্মদাগ
এই মন কেমন
লাগে যার যেমন
খুঁজে বেড়ায়
চেনা ঘরের কোণ
ঘর হারিয়ে যায়, পথ ভাগ বসায়
তাকে ফেলে এসেছি আমি কলকাতায়
ফেয়ারওয়েল কলকাতা লিরিক্স:
Ratri shesh holo, jemon hoy
Arr high-rise er pithe surjodoy
Amio berolam ghawr chhere arr
Arr obhimani pichhutan mukh lukoy
Ei bishad snan
Kon sroter taan
Shunte chai ghawre ferar gaan
Gaan hariye jai, likhi megher gaaye
Taake fele eshechhi ami kolkatay