Amar Olosh Dupur Lyrics
- Song: Amar Olosh Dupur
- Singers: Rupak Tiary, Arjama Bera
- Composer: Rupak Tiary
- Lyrics: Manik Bera
Amar Olosh Dupur Song is sung by Rupak Tiary & Arjama Bera. Lyrics written by Manik Bera. Music composed by Rupak Tiary.
Amar Olosh Dupur Song Lyrics in Bengali:
তোমায় খোঁজে আমার অলস দুপুর
থেমে গেছে আমার গানের সুর
শূণ্য পাড়ায় বিষাদ মনের ভাঁজে
তীব্র ঝরে দীর্ঘশ্বাস সবার মাঝে
পরিযায়ী মানুষ রঙ্গীন স্বপ্ন কাঁধে
হাঁটে অনেক দুর, অনেক দুর...
তোমায় খোঁজে আমার অলস দুপুর
থেমে গেছে আমার গানের সুর
ঝিমিয়ে পড়া সময়গুলো
একটু হোকনা আড়াল
আধ ভেজা প্রেম গুলো
তোমার চোখেই সামাল
কান্না ভুলে আগলে রাখো
নিজের বুকে
চাই হাঁটতে তোমার সাথে
দূরে বহুদূরে
পরিযায়ী মানুষ রঙ্গীন স্বপ্ন কাঁধে
হাঁটে অনেক দুর, অনেক দুর...
তোমায় খোঁজে আমার অলস দুপুর
থেমে গেছে আমার গানের সুর
আমার অলস দুপুর লিরিক্স:
Tomay khoje amar olosh dupur
Theme geche amar ganer sur
Shunno paray bishad moner bhaje
Tibro jhore dirghoswas sobar majhe
Porijaie manush rongin swopno kandhe
Hante onek dur... Onek dur
Tomay khoje amar olosh dupur
Theme geche amar ganer sur
Jhimie pora somoygulo
Ektu hokna aral
Adh bheja premgulo
Tomar chokhei samal
Kanna bhule agle rakho
Nijer buke
Chai hantte tomar sathe
Dure bohu dure