https://youtu.be/Y6bhaMnvAS8
Tui Ay Song Lyrics By Arman Alif
- Song: Tui Ay
- Vocal: Arman Alif
Tui Ay song is sung by Arman Alif. Arman Alif new bangla song.
Tui Ay Song Lyrics in Bengali:
ছলছল আঁখি আর জল ভরা চোখ
বুক ভরা ব্যথা আর বিরহ দু'চোখ
সবকিছু দিয়ে, তুই অচেনা
মরে গেছে অন্তর, পেয়ে প্রহসন তোর
প্রাণ তবু তোকে ছাড়া বাঁচেনা
তুই আয়
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না
শেষ বার এসে তুই দেখে যা
সোনালী বিকেলটা আসেনা তো আর
হয়না খোঁপায় দেয়া ফুল
অভিমানে কেউ মুখ করে না তো ভার
কথা কাজে হলে বনফুল
তোর মতো কেউ আর করে না শাসন
তুই ছাড়া কারো হতে পারিনি আপন
অনুরোধ এসে তুই রেখে যা
তুই আয়
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না
শেষ বার এসে তুই দেখে যা
স্মৃতিরও আকশে শুধু সুখেরা আমার
দুখেরও বাতাসে ঘরাঘর
একা একা ভোর করি নিদ্রা বিহীন
বেদনার বিরহী প্রহর
ছায়া ছাড়া কেউ পাশে নেই যে আমার
পালিয়ে বেড়ায় সেও দেখলে আঁধার
কপালে শেষ আদর এঁকে যায়
তুই আয়
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না
শেষ বার এসে তুই দেখে যা
তুই আয় লিরিক্স আরমান আলিফ:
Cholo cholo ankhi ar jol bhora chokh
Buk bhora byatha ar biroho duchokh
Sobkichu diye tui ochena
Morey geche ontor, peye prohoson tor
Pran tobu toke chara banche na
Tui Ay
Bolbo na eshe tui theke jaa
Hoytoh ba banchbo na
Shesh bar eshe tui dekhe jaa