Daiko Na Bhaiya Song Lyrics
- Song: Daiko Na Bhaiya
- Artist: Syed Nafis & Subhro Raha
- Lyrics: Chondo
- Music: Subhro Raha
- Cast: Tawsif Mahbub, Safa Kabir
- Label: Eagle Music
Daiko Na Bhaiya song is sung by Syed Nafis & Subhro Raha. Music composed by Subhro Raha. Lyrics written by Chondo.
Daiko Na Bhaiya Song Lyrics in Bengali:
তোমার চোখের দিকে যখন তাকাই
ডিরেক্ট হয়ে যাই আমি বোধহয়
তোমার ঠোঁটের ফাঁকে মিষ্টি হাসি
বুকে টিকটক যেন বাজায় বাঁশি
তোমার ফোনের লাইন থাকলে বিজি
রিক্সা বাদ দিয়ে আমি ট্যাক্সি খুঁজি
তোমার শপিং এ দেব আমি যত এক্সট্রা দাম
বৃষ্টিতে পাড়ি দেব, মীরপুরে জ্যাম
ও মাই ডারলিং মাইয়া
ডাইকো না আমারে ভাইয়া
তোমার সেল্ফি স্টিক হব
আমি ওয়ারলেস হইয়া
তোমার ঈদে আমি বোনাস
তুমি চোপড়া, আমি নিক জোনাস
তুমি পাশপোর্ট আর আমি ভিসা
তুমি মেকআপ হলে আমি শিসা
তোমার ছবিতে আমি হব জুমজুম
তুমি ব্রাইট আর আমি হব গ্রুম গ্রুম
বাইকের পিছে নিয়ে যাব আমি তোমাকে
কিনে দেব আমি একগাদা পেরিফুল
ও মাই ডারলিং মাইয়া
ডাইকো না আমারে ভাইয়া
তোমার এফ.বি স্টেটাস হইব
আমি ভেরিফাইড হইয়া
ডাইকো না ভাইয়া লিরিক্স:
Tomar chokher dike jokhon takai
Direct hoye jai ami bodh hoy
Tomar thonter fanke mishti hasi
Bukey tiktok jeno bajai banshi
Tomar phone er line thakle busy
Riksha baad diye ami taxi khunji
Tomar shopping a debo ami joto extra daam
Brishti te pari debo, mirpur a jam
O my darling maiya
Daiko na amare bhaiya
Tomar selfi stick hobo
Ami wireless hoiya