
Chakrita Ami Peye Gechi Bela Suncho Lyrics by Anjan Dutt
About the Song
“Chakrita Ami Peye Gechi Bela Suncho”, officially titled "Bela Bose", is an iconic and revolutionary Bengali song from the 90s. This narrative masterpiece was single-handedly written, composed, and sung by the legendary Anjan Dutt. It tells a frantic, emotional story of a young man making a desperate call from a public telephone booth to his girlfriend, Bela, to tell her he has finally secured a job, urging her to call off her arranged marriage.
The song perfectly captured the angst and struggles of the urban youth of that era. The inclusion of the telephone number, the ticking meter, and the raw emotion in the vocals made it an instant classic that defined a generation. The complete lyrics of this timeless story are provided below.
"চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো" বা "বেলা বোস" ৯০-এর দশকের এক যুগান্তকারী বাংলা গান। অঞ্জন দত্তের লেখা, সুর এবং কণ্ঠে গাওয়া এই গানটি একটি আস্ত গল্প বলে। এক পাবলিক টেলিফোন বুথ থেকে প্রেমিকা বেলাকে ফোন করে এক যুবকের আকুতি, তার চাকরি পাওয়ার খবর এবং বিয়ে ভাঙার অনুরোধ - এই সবকিছু মিলিয়ে গানটি তৎকালীন প্রজন্মের কাছে এক আবেগের নাম হয়ে ওঠে।
Chakrita Ami Peye Gechi Lyrics in Bengali
🎶 চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো | Bela Bose Lyrics
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না।
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও, বিয়ে তুমি করছো না।
চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস্।
স্টার্টিং এই ওরা এগারোশো দেবে, তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন, বেলা কিছু বলছো না?
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার।
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার।
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষার
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দু'জনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষার
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেওয়ালের ঘর।
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল নীল সংসার।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার।
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার।
চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি।
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে?
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার।
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার।
হ্যালো ২৪৪১১৩৯
২৪৪১১৩৯...
Chakrita Ami Peye Gechi Lyrics in English Transliteration
Frequently Asked Questions:
- Who is the singer and writer of 'Chakrita Ami Peye Gechi'?
- The song was written, composed, and sung by the legendary Bengali artist Anjan Dutt. It is one of his most famous creations.
- What is the real name of the song?
- The official title of the song is "Bela Bose." It is popularly known by its iconic first line, "Chakrita Ami Peye Gechi Bela Suncho."
- What is the story behind the song 'Bela Bose'?
- The song tells the story of a young man frantically calling his girlfriend, Bela Bose, from a public telephone booth. He has just gotten a job and wants her to cancel her arranged marriage so they can finally be together and build their own "laal neel shongshar" (red and blue home).
- Is the telephone number 2441139 real?
- The telephone number 244-1139, mentioned repeatedly in the song, was a real number in Kolkata at the time. Anjan Dutt has said in interviews that he picked it randomly from a phone directory, and it coincidentally belonged to a real person, leading to many calls from fans.