Chakrita Ami Peye Gechi Bela Suncho Lyrics
- Song: Bela Bose
- Vocal, Music, Lyrics: Anjan Dutt
Chakrita Ami Peye Gechi Bela Suncho song is sung, composed & written by Anjan Dutt. Chakrita Ami Peye Gechi Bela Shuncho Lyrics. Bela Bose Song Lyrics in Bengali.
Chakrita Ami Peye Gechi Lyrics in Bengali:
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো
এখন আর কেউ আটকাতে পারবে না
সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো
মা কে বলে দাও, বিয়ে তুমি করছো না
চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস্
স্টার্টিং এই ওরা এগারোশো দেবে, তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন, বেলা কিছু বলছো না?
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
বদ্ধ কেবিনে বন্দী দু'জনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার ঐ নীল দেওয়ালের ঘর
সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল নীল সংসার
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার
চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছো?
চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছো কি শুনতে
দশ-বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবো না কিছুতেই আর হারাতে
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটিবার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের
জরুরী খুব জরুরী দরকার
হ্যালো ২৪৪১১৩৯
২৪৪১১৩৯...
চাকরিটা আমি পেয়ে গেছি লিরিক্স:
Chakrita Ami Peye Gechi Bela Suncho
Ekhon arr keu atkate parbena
Somondhota eibar tumi bheste ditey paro
Maa ke bole dao biye tumi korcho na
Chakrita Ami Peye Gechi Bela Sottyi
Arr matro koyekta mass byas
Starting ei ora 1100 debe, 3 mass pore confirm
Chup kore keno, Bela kichu bolcho na?
Eta ki 2441139
Bela Bose tumi parcho ki shunte
10-12 bar wrong number periye tomake peyechi
Debona kichutei arr harate
Hello 2441139
Din na deke Bela ke ektibar
Metre jachhe bere ei public telephone er
Joruri khub joruri dorkar