Tui Keno Chaira Geli Lyrics By Baul Sukumar
- Song: Tui Keno Chaira Geli
- Singer: Baul Sukumar
- Music: Ankur Mahamud
- Lyrics: Anupam Biswas
- Starring: Zaher Alvi, Ontora, Mahima
Tui Keno Chaira Geli song is sung by Baul Sukumar. Music composed by Ankur Mahamud. Lyrics written by Anupam Biswas.
Tui Keno Chaira Geli Song Lyrics in Bengali:
জীবন ভরে বাসলাম ভাল
বন্ধু শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইল রে চুরমার
জীবন ভরে বাসলাম ভাল
বন্ধু শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে
আমার কোলে রাইখা মাথা
দেখাইতিস স্বপন
তোর চোখেতে চোখ রাইখা
ভাবতাম তুই আপন
কোথায় গেল সেই দিনেরই
আদরমাখা কথা
ঠিকই তুই ছাইড়া গেলি
দিলি আমায় ব্যথা
আগুন জ্বলে বুকের ভেতর
বোঝেনা তো কেউ
জ্বইলা মরি আপন জ্বালায়
দুই চোখেতে ঢেউ
খুঁজে বেড়ায় তোকে আমি
বেপরোয়া হয়ে
আমার মধ্যে নাইরে আমি
দুঃখ গেছে সয়ে
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার
তুই বিনে আমার জীবন
হইল রে চুরমার
জীবন ভরে বাসলাম ভাল
বন্ধু শুধু তোরে
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে
তুই কেন ছাইড়া গেলি:
Jibon bhore baslam bhalo
Bondhu shudhu tore
Tui Keno Chaira Geli
Ekla amay kore
Onnyer haate rakhli haat
Bhabli na ekbar
Tui bine amar jibon
Hoylo re churmar
Amar kole raikha matha
Dekhaitis swopon
Tor chokhete chokh raikha
Bhabtam tui apon
Kothay gelo sei dineri
Adormakha kotha
Thiki tui chaira geli
Dili amay byatha.