Tor Name Lekha Lyrics By Rupak Tiary
- Song: Tor Name Lekha
- Singer: Rupak Tiary
- Composer: Rupak Tiary
- Lyricist: Jayanta Biswas
- Cast: Nilayana Dutta, Suvamoy Sarkar, Tias Bera, Jhuma Dutta
Tor Name Lekha Song Lyrics in Bengali:
ছুঁয়ে যায়, কেন এই
বৃষ্টি জল, তোর নাম ধরে;
একমুঠো স্বপ্ন কুড়োয়
তোর সঙ্গে আনমনে ।
তোর ঘুম ঘোরে খোঁজে মন অন্তকোণ
বলতে কী চাস আমায়
তোর নামে লেখা ইচ্ছে পাঠায়
তোর নামে লেখা আসকারা সাজায়...
কত চিঠি আসে উড়ো খামে
খুঁজি আর জুড়ে দেয় সেই গল্পকোণ,
রংতুলি মাখে রূপকথা সাজানো
বুঝি ফিরে আসে তোর স্বপ্নে রোজ ।
তোর ঘুম ঘোরে খোঁজে মন অন্তকোণ
বলতে কী চাস আমায়
তোর নামে লেখা ইচ্ছে পাঠায়
তোর নামে লেখা আসকারা সাজায়...
তোর নামে লেখা লিরিক্স - রূপক তিয়ারি:
Chhunye jaay keno ei
Brishti jol tor naam dhore,
Ekmutho swopno kuroy
Tor songay anmone.
Tor ghum ghore khonje ontokon
Bolte ki chas amay
Tor Name Lekha icche pathay
Tor name lekha askara sajaay...