Tor Adorer Tane Lyrics By Rupak Tiary
- Song: Tor Adorer Tane
- Singers: Rupak Tiary, Durba Banerjee
- Music: Rupak Tiary
- Lyricist: Jayanta Biswas
Tor Adorer Tane song is sung by Rupak Tiary & Durba Banerjee. Music composed by Rupak Tiary. Lyrics written by Jayanta Biswas.
Tor Adorer Tane Song Lyrics in Bengali:
এই বৃষ্টি ঝড়া নদী বয়ে যদি যায়
স্বপ্ন আসে গুটিগুটি পায়ে
আলগা স্রোতের পিছুটান
বুনবো জাল, ছন্দ তাল
বুঝি কিছু কথা ভেবে যাই
না বলেই কাছে পেতে চাই
বুঝি কিছু ভালোবাসা,
আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়
তোর আদরের টানে
আর ঘুম ভাঙানোর গানে
আমি হয়ে যাই তোর মেঘপিওন
ঘুম কেন যে নিঝুম
অলীক স্বপ্নে আমার
দিন কত না রঙীন
তোকে কাছে পাওয়ার
মেঘ মানেনা আবেগ
বৃষ্টি চোখের পাতায়
ভোর মনেরই খবর
শোনায় হাওয়ায় হাওয়ায়
বুঝি কিছু কথা মিলে যায়
না বলেই কাছে পেতে চাই
বুঝি কিছু ভালোবাসা,
আজও তাই বেঁচে থাকে ভালোবাসায়
তোর আদরের টানে লিরিক্স - রূপক তিয়ারি:
Ei brishti jhora nodee boye jodi jaay
Swopno asey gutiguti paye
Alga sroter pichhu taan
Bunbo jaal, chhondo taal
Bujhi kichhu kotha bhebe jaai
Na bolei kachhe petey chai
Bujhi kichhu bhalobasa
Aajo tai benche thake bhalobasay
Tor adorer tane
Arr ghum bhanganor gaane
Ami hoye jaai tor meghpiyon.