Mon Thak Arale Majhe Majhe Chute Asha Lyrics by Arijit Singh
Tomay Amay Mile Song is sung by Arijit Singh. Tomay Amay Mile Song Lyrics. Tomay Amay Mile is a Bengali Serial Song. Tomay Amay Mile Song Lyrics By Arijit Singh. Mon Thak Arale Lyrics.
তোমায় আমায় মিলে গানটি হল অরিজিৎ সিং এর গাওয়া। গানটি হল বাংলা সিরিয়াল তোমায় আমায় মিলে এর গান। তোমায় আমায় মিলে লিরিক্স।
Tomay Amay Mile Lyrics In Bengali :
মন থাক আড়ালে মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা,
তুমি পথ চেনো, পাশে আছি জেনো
আমাকেও সঙ্গে নিলে,
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
থেকে যাবো, তোমায় আমায় মিলে।
যতদূর যায় চোখ, পাশে আছি আমি তোমার
আজ নয় কাল হোক, কেটে যাবে এই অন্ধকার।
তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?
ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবেনা সে?
স্বপ্নের সেই মানুষ সত্যি কি থাকবে পাশে?
যদি পাশে থাকো, হাতে হাত রাখো
সব পাবো ভরসা দিলে,
থেকে যাবো তোমায় আমায় মিলে।
থেকে যাবো তোমায় আমায় মিলে।
তোমায় আমায় মিলে লিরিক্স - অরিজিৎ সিং :
Mon thak arale majhe majhe chhunte asha
Jani poth barale dhora debe valobasha
Tumi poth cheno pashe achi jeno
Amakeo songe nile
Theke jabo tomay amay mile
Theke jabo tomay amay mile.