Shanto Dupur Lyrics By Rupak Tiary
- Song: Shanto Dupur
- Singer: Rupak Tiary
- Composer: Rupak Tiary
- Lyrics: Jayanta Roy
Shanto Dupur song is sung by Rupak Tiary. Music composed by him. Lyrics written by Jayanta Roy.
Shanto Dupur Song Lyrics in Bengali:
চুপ, খুব শান্ত দুপুর
নেই কোলাহল হৃদয়ে
চোখ আজ একা মোহনায়
অপলক অকারনে
কেউ যখন মনখারাপে
বৃষ্টির কারখানা বুনছে
কেউ তখন আনমনে
স্বপ্নের রাজধানী খুঁজছে
খুঁজোনা আমাকে অভিমানী ডাকে
জেনো আমি ভেঙে গেছি পাথুরে আঘাতে
ঐ দূরে দেখো সন্ধ্যে নামছে বন্দরে
ফিরে যাবে যত ক্লান্ত প্রেম আজ ঘরে
বাতিঘরে যত আলো নিভে যাবে
ফিরবেনা জাহাজেরা সৈকতে
ডাকবেনা আর খবরের খোঁজ নেবেনা যে
কেউ যখন মনখারাপে
বৃষ্টির কারখানা বুনছে
কেউ তখন আনমনে
স্বপ্নের রাজধানী খুঁজছে
খুঁজোনা আমাকে অভিমানী ডাকে
জেনো আমি ভেঙে গেছি পাথুরে আঘাতে
শান্ত দুপুর গান:
Chup, khub shanto dupur
Nei kolahol hridoye
Chokh aaj eka mohonay
Opolok okarone
Keu jokhon monkharape
Brishtir karkhana bunchhey
Keu tokhon anmone
Swopner rajdhani khunjchhe
Khunjona amake abhimani dake
Jeno ami benge gechhi pathure aghate.