Jela Bardhaman Song Lyrics

Jela Bardhaman Song Lyrics

Song: Jela Bardhaman
Genre: Folk Song

This song is a famous folk song. "Prothom biye korlam ami jela bardhaman" song is a hit song. Prothom Biye Korlam Ami Jela Bardhaman Song Lyrics.

জেলা বর্ধমান গানটি হল একটি লোকসংগীত। জেলা বর্ধমান গানের লিরিক্স।

Jela Bardhaman Lyrics in Bengali:


প্রথম বিয়ে করলাম আমি,
জেলা বর্ধমান ।
বাসর ঘরে বউ আমারে
করলো অভিমান ।
রাগ করে বউ ছাড়লাম আমি,
আর তো গেলাম না ।

আমি তিন তিনটে...
আমি তিন তিনটে বিয়ে করলাম
লাস্টিং করলো না

আমি তিন তিনটে...

তারপরে বিয়ে করলাম,
সে কি কেলেঙ্কারি ।
বউ এর ঘোমটা খুলে দেখি
খোঁচা খোঁচা দাড়ি ।
রাগ করে বউ ছাড়লাম আমি,
আর তো গেলাম না ।

আমি তিন তিনদিন...
আমি তিন তিনদিন বাড়িতে গেলাম
দেখা পাইলাম না

বন্ধু তিনদিন...

তারপরে বিয়ে করে
গেলাম শ্বশুরবাড়ি ।
বউ এর ঘোমটা খুলে দেখি
কানে গোঁজা বিড়ি ।
বউরে জিজ্ঞাস করায়,
বউ আমারে মারলো ঝাঁটার বাড়ি ।

আমি তিন তিনদিন...
আমি তিন তিনদিন বাড়িতে গেলাম
দেখা পাইলাম না

বন্ধু তিনদিন...

প্রথম বিয়ে করলাম আমি,
জেলা বর্ধমান ।
বিয়ের রাতে বউ আমার,
খাইলো মানসম্মান ।
প্রেমিক লইয়া ভাইগা গেল,
খুঁজে পাইলাম না ।

আমি তিন চারটে...
আমি তিন চারটে বিয়ে করলাম
সুখতো পাইলাম না

তারপরেতে করলাম বিয়া,
এলাহী ব্যাপার ।
বউ আমার বিক্রি করে,
কলকাতা হারবাল ।
বউ পিটাইয়া পলাই আইলাম,
তুইলা পিঠের ছাল ।

আমি তিন চারটে...
আমি তিন চারটে বিয়ে করলাম
সুখতো পাইলাম না

তারপরেতে করলাম বিয়া,
বর্ডার নোয়াখালী ।
বউ আমার যেমন তেমন,
ছক্কা নাকা শালী ।
শালী লইয়া পালাই আইলাম,
আরতো গেলাম না ।

আমি তিন চারটে...
আমি তিন চারটে বিয়ে করলাম
সুখতো পাইলাম না

জেলা বর্ধমান গান:


Prothom biye korlam ami
Jela Bardhaman.
Basor ghore bou amare
Korlo abhiman.
Raag kore bou charlam ami
Arr toh gelam na.

Ami tin tinte...
Ami tin tinte biye korlam
Lasting hoylo na

Ami tin tinte...

Tarpore biye korlam
Sey ki kelengkari
Bou er ghomta khule dekhi
Khoncha khoncha dari.
Raag kore bou chharlam ami
Arr toh gelam na.

Ami tin tindin...
Barite gelam dekha pailam na
Bondhu tin tindin...
326404665953066090

TRENDING NOW

326404665953066090