Monta Bojhena Lyrics By Arifin Shuvoo
- Song: Monta Bojhena
- Singer: Arifin Shuvoo
- Lyrics: K Zia
- Composition: Fuad Al Muqtadir
Monta Bojhena Song is sung by Arifin Shuvoo. Music composed by Fuad. Lyrics written by K Zia.
Monta Bojhena Song Lyrics in Bengali:
ভাবনায় সারাক্ষণ
মন দিল সাড়া, পেল আসকারা
স্বপ্নে বিচরণ
যায়না বলা, যা আছে এই অন্তরালে
যায়না ধরা, কাছে পেলে
মনটা বোঝেনা, শোনেনা
কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই
সুন্দর এক জীবন
দিন কাটে একা, না পেলে দেখা
তুই বিহনে সময় চলেনা
পথ আঁকাবাঁকা, জ্বলে আলো শিখা
তোর কারনে আমি বাঁচি না
আমি তোর রাতভোর হতে চাই
দু'হাত বাড়ালেই তোকে পেতে চাই
যায়না বলা, যা আছে এই অন্তরালে
যায়না ধরা, কাছে পেলে
মনটা বোঝেনা, শোনেনা
কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই
সুন্দর এক জীবন
মুগ্ধ তোর ছলে, ভাসি নতুন জলে
তুই কাছে এলে, সব ভুলে যাই
গভীর এ অতলে, আশা গড়ে তুলে
দেখে দেখে তোকে, আমি আমার নাই
আমি পাই দেখা সেই ঠিকানা
মাঠঘাট পেরিয়ে এসে সীমানা
যায়না বলা, যা আছে এই অন্তরালে
যায়না ধরা, কাছে পেলে
মনটা বোঝেনা, শোনেনা
কারোরই বারন
তোকে নিয়ে গড়তে চাই
সুন্দর এক জীবন
মনটা বোঝেনা গান - আরিফিন শুভ:
Bhabnay sarakhyon
Mon dilo sara, pelo askara
Swopne bichoron
Jai na bola, ja ache ei ontorale
Jaina dhora, kache pele
Monta bojhena, shonena
Karori baron
Toke niye gorte chai
Sundor ek jibon