Lajuk Hasi Lyrics by Tawhid Afridi
- Song : Lajuk Hasi (লাজুক হাসি)
- Singer: Tawhid Afridi
- Cast : Tawhid Afridi and Raisa
- Rap: Tawhid Afridi
- Lyric: Sajeeb Bhuiyan
- Tune & Music : Adib Kabir
Lajuk Hasi song is sung by Tawhid Afridi. Lyric by Sajeeb Bhuiyan. Cast: tawhid afridi
& Raisa.
Lajuk Hasi Lyrics In Bengali :
তোকে দেখে প্রথমবার
এই মনতো নাই আমার,
ছুটে চলে তোর পিছু পিছু
কোনো কথা শোনে না আর ।
তোকে দেখে প্রথমবার
এই মনতো নাই আমার,
ছুটে চলে তোর পিছু পিছু
কোনো কথা শোনে না আর ।
মেয়ে একটু কাছে আয়না
লুকোচুরি আরতো সয়না,
তোর লুকে হয়েছি ফিদা
মন তো আর মানেনা ।
মেয়ে একটু কাছে আয়না
লুকোচুরি আরতো সয়না,
তোর লুকে হয়েছি ফিদা
মন তো আর মানেনা ।
লাগে লাগে লাগে বুকে লাগে
আড় চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি ।
লাগে লাগে লাগে বুকে লাগে
আড় চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি রে ।
আমি পাগলপ্রায়, তোমার পিছে ঘুরি
তোমার ঠোঁটের ইশারায় আমি ঘুরি
আমি ঘুরে বেড়ায় তোমার পিছুপিছু
এই মেয়ে, একটা কথা বলি
তোমার পিছু ছুটে চলি আমি অলিগলি
আমার না বলা কথাগুলো জমায় রাখি
কাছে আসো কানে কানে বলি,
আমি যে কত ভালোবাসি তোমায় ।
লাগে লাগে লাগে বুকে লাগে
আড় চোখে তুই তাকালে
তোর মুখে লাজুক হাসি
ভালোবাসি ভালোবাসি ।
লাজুক হাসি লিরিক্স :
Toke dekhe prothom bar
Ei monto nai amar
Chute chole tor pichu pichu
Kono kotha shone na ar
Toke dekhe prothom bar
Ei monto nai amar
Chute chole tor pichu pichu
Kono kotha shone na ar