Ei Shohorer Kaktao Lyrics

Ei Shohorer Kaktao Jene Geche Lyrics

Song : Ei sohorer kaktao jene geche
Band : Chirkutt
Singer: Sharmin Sultana Sumi
Album : Voyangkor Sundor
Lyrics, Tune & Music : Chirkutt
Label : Agniveena


Ei Shohorer Kaktao song is performed by Chirkutt Band. Sung by Sharmin Sultana Sumi. This song is from the album "Voyangkor Sundor". Ei Shohorer Kaktao Jene Geche Song Lyrics.

এই শহরের কাক টাও জেনে গেছে গানটি হল সুলতানা সুমীর গাওয়া। গানটি পারফর্ম করেছে চিরকুট ব্যান্ড। এই শহরের কাকটাও জেনে গেছে লিরিক্স।

Ei Sohorer Kaktao Jene Geche Lyrics In Bengali :


লাভ হলোনা থাকতে চেয়ে একা,
তোমার সাথে হয়ে গেল দেখা।
হাওয়ায় ভেসে যাচ্ছি তোমার মনে,
কেমন করে এমন হল কে জানে?

এই শহরের কাকটাও জেনে গেছে,
আমার মনটা তোমার মনে পড়ে আছে।

আমার ভয়টা আর লাগছেনা
কী হবে কী ভাবছি না
অভিমানে ভাসবো না
তুমি না চাইলে আসবো না

না চেয়ে কি পারি
তুমিতো ঘরবাড়ি
তোমায় নিয়ে আমার বাহাদুরি

এই শহরের কাকটাও জেনে গেছে,
আমার মনটা তোমার মনে পড়ে আছে।

জানি বসন্ত এসে গেছে
জারুলেরা ছেয়ে আছে
মেঘ রোদ্দুর আসমানে
তোমার মনের মাঝখানে

বলছি এবার শোনো
এর মানে নেই কোনো
তোমার চোখে হার মেনেছি জেনো

এই শহরের কাকটাও জেনে গেছে,
আমার মনটা তোমার মনে পড়ে আছে।

এই শহরের...


এই শহরের কাকটাও জেনে গেছে লিরিক্স :


Lav holona thakte cheye eka
Tomar sathe hoye gelo dekha
Haouyai vese jacchi tomar mone
Kemon kore emon holo ke jane

Ei sohorer kaktao jene geche
Amar monta tomar mone pore ache.
326404665953066090

TRENDING NOW

326404665953066090