Chupi Chupi Raat JaiRe Chole Lyrics from Mr.s Sen
- Song: Chupi Chupi Raat Jai Re Chole
- Movie : Mr.s Sen
- Singer : Arijit Singh & Rupankar Bagchi
Chupi Chupi Raat Jai Re Chole Song is sung by Arijit Singh and Rupankar Bagchi. Featuring: Rituparna Sengupta and Rohit Roy.
Chupi Chupi Raat Jai Re Chole Lyrics In Bengali :
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।
চুপি চুপি রাত যায়রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।
তারাদের সাথে তারা গুনি,
শূন্যের বুকে স্বপ্ন বুনি,
ওগো চাঁদ ছেড়ে যেওনা . .
রাতের এ আড়ালে, চোখ ভিজে গেলে
জানবে না কেউ, লজ্জা পেলে
মন মরে ভালোবাসা মরে না
গতকাল পিছু ডাকা ছাড়ে না
ওগো চাঁদ ছেড়ে যেও না . .
ও.. চুপি চুপি রাত যায় রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না ।
হাতের আঙুলে, ঠোঁটে আর গালে
লেগে আছো তুমি, ভুলি কোন ভুলে
হাতের আঙুলে ঠোঁটে আর গালে
লেগে আছো তুমি, ভুলি কোন ভুলে ।
জানি আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে,
আসবে না ঘুম এই রাতে
মন দিয়েছি তাই হাওয়াতে
ওগো চাঁদ ছেড়ে যেওনা ।
চুপি চুপি রাত যায় রে চলে
কি জানি কি যায় সে বলে
আজ বুঝি আর ঘুম আসবে না
তারাদের সাথে তারা গুনি
শূন্যের মাঝে স্বপ্ন বুনি
ওগো চাঁদ ছেড়ে যেওনা ।
যেওনা.. যেওনা। ।
চুপি চুপি রাত যায়রে চলে লিরিক্স :
Chupi chupi raat jaire chole
Ki jani ki jay se bole
Aaj bujhi ar ghum asbe na ( × 2)
Tarader sathe tara guni
Shunner buke swopno buni
Ogo chand chere jeyo na .