Bojhena Se Bojhena Lyrics

Bojhena Se Bojhena Lyrics by Arijit Singh


  • Song : Bojhena Se Bojhena serial Title Track
  • Singer : Arijit Singh

Bojhena Se Bojhena song is sung by Arijit Singh. This song is from Star Jalsha Serial.

Bojhena Se Bojhena Lyrics In Bengali : 


কোনো রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে
কেনো বইছে হাওয়া দখিন দিকে খুব ?
সে কি দেখতে পেয়েও পায়না
নাকি দেখতে আমায় চায়না ?
তবু সুযোগরা দেয় তারই ঘরে ডুব । ।

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা, বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা ।

তার চোখে যেনো দেখলাম
আজ দিনটা বড় মেঘলা
বুঝি বৃষ্টি নামবে বললো সে আমায়
কেনো মেঘ সরেনা রত্তি ?
কেনো গল্প হয়না সত্যি ?
আমি মত্ত তারই তৈরী দোটানায় দোটানায়..

বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা, বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা, বোঝেনা বোঝেনা
বোঝেনা বোঝেনা ।

যদি একটিবারও পারতো
সব চিন্তা ভুলে আসতে
আমি সব হারাতাম তাকে পেতে হায় ।
কবে পায়ের শেকল খুলবে ?
আর প্রেমের পর্দা উড়বে ?
আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায়

বোঝেনা সে বোঝেনা বোঝেনা সে বোঝেনা
বোঝেনা সে বোঝেনা বোঝেনা সে বোঝেনা ।

বোঝেনা সে বোঝেনা- অরিজিৎ সিং :


Kono rupkothar deshe Ami thakchi mile mishe
Keno boiche haouya dokhin dike khub
Se ki dekhte peyeo paina
Naki dekhte amay chaina
Tobu sujogra dei tari ghore dub..
326404665953066090
326404665953066090