Bibhajon Song Lyrics By Rupam Islam
- Song: Bibhajon
- Music, Lyrics, Vocal: Rupam Islam
Bibhajon song is sung, composed & written by Rupam Islam.
Bibhajon Song Lyrics in Bengali:
বোধহয় কেউ ভাবেনি কখনো
ভাবনারও হয়েছে বয়েস
বোধহয় কেউ খেয়াল করেনি
কেটে গেছে চিন্তার রেশ
বিভাজন খবর দিয়েছে
কিছুই থাকেনি অবশেষ
বিভাজিত ভাবনারা ভাবে
কবে এই ভাবনার শেষ
এই মহানগরীও ভাবে
ভাবে এই পরাধীন দেশ
স্বপ্নের শুরু কোনখানে
কোথায় সে স্বপ্নের শেষ
স্বপ্নের মূল্য কি জানে
স্বপ্ন যে দেখতে শেখায়
স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও
তাকে যেন খুঁজে পাওয়া যায়
বোধহয় কেউ চেনেনি কখনো
চেনা চেনা মানুষের মন
মুখোশটা আড়াল করেছে
আড়ালেই কেটেছে জীবন
বিভাজন হঠাৎ এসেছে
বদলে দিয়েছে পরিবেশ
বিভাজিত ভাবনারা ভাবে
কবে পরিবর্তন হবে শেষ
বিভাজন গান - রূপম ইসলাম:
Bodh hoy keu bhabeni kokhono
Bhabnaro hoyechhe boyesh
Bodh hoy keu kheyal koreni
Ketey gechhe chintar resh
Bibhajon khobor diyechhe
Kichhui thakeni obosesh
Bibhajito bhabnara bhabe
Kobe ei bhabnar shesh.