Ami Urbona Lyrics

Ami Urbona Song Lyrics By Minar


  • Song: Ami Urbona
  • Singer: Minar
  • Lyrics: Minar
  • Music: Emon Chowdhury
  • Starring: Afran Nisho, Mehazabien
  • Label: CMV

Ami Urbona Song is sung & written by Minar Rahman.

Ami Urbona Song Lyrics in Bengali:


তোমাকে আমার স্বপ্নের যত কথা
আবার বলবো
নিজেকে তোমার মাঝে হারিয়ে
আবার আঁকবো
আমি নীরবে তোমায় দেখব
শুধু তোমাতেই আবার হারাব, বিস্ময়ে

আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না
তুমি বিনা সে গান, গাইবো না আমি

তুমি জানলে না
আমার কত কথা শুনলে না
বুকে জমা ব্যথা বুঝলে না তুমি

ভুলেছি সব মান অভিমান আমার
তোমার গল্পে
লিখেছি কত গান কবিতা আবার
তোমার স্বপ্নে

যতদূর আমি হেঁটেছি একা
দেখেছি তোমার ছায়া
তুমিও যেন পাশেই ছিলে
ভেবোনা আমায় দিশেহারা

আমি উড়বোনা
তোমায় ছাড়া ডানা মেলবো না
তুমি বিনা সে গান, গাইবো না আমি

আমি উড়বোনা গানের কথা - মিনার রহমান:


Tomake amar swopner joto kotha
Abar bolbo
Nijeke tomar majhe hariye
Abar ankbo
Ami nirobe tomay dekhbo
Shudhu tomatei abar harabo, bisawye

Ami Urbona
Tomay chara dana melbo na
Tumi bina sey gaan, gaibo na ami
326404665953066090

TRENDING NOW

326404665953066090