Ami Erokomi Song Lyrics
- Song: Ami Erokomi
- Singers: Pratik Kundu, Pijush Das, Barenya Saha
- Music: Barenya Saha
- Lyrics: Pijush Das
- Rap: Pratik Kundu
Ami Erokomi song is sung by Pratik Kundu, Pijush Das & Barenya Saha. Music composed by Barenya. Lyrics written by Pijush.
Ami Erokomi Song Lyrics in Bengali:
এই ভালো, এই খারাপ
আমি যে এরকমই
বলে রাখি আগে থেকেই
আমি যে এরকমই
আমি কেমন, আমি নিজেই জানি
ভেবোনা তাই বদলে যাব
কারোর কথায় আমি
যেমন আছি, সেরা আছি
আমি যে এরকমই
বলে রাখি আগে থেকেই
আমি যে এরকমই
আমি, আমি এরকমই...
Rap Part:
(হ্যাঁ, আমি এরকমই
এই ভালো, এই খারাপ
আমি একই থাকি, পৃথিবীটা বদলে যাক
ভাল খারাপ সবই একসাথে সঙ্গে থাক
কিছু হুল্লোড়, আর কিছু মনখারাপ
অন্য কেউ আমায় বিচার করার কে
আগে তো নিজেকে দেখো, আমায় বলছো যে
আমার যেটুকু ভালো, চোখেই পড়েনা যার
উত্থান পতনের কতটুকুই দেখেছে সে
আমায় বিচার করে কাটছে যাদের দিন
তাদেরকে বলে রাখি, এই কথা জেনে নিন
আমার জীবনে কি করবো, কি করবো না
নিজের মতোন করে আমাকে বুঝতে দিন
এখানে আচার বিচার কিংবা কর্ম না
বর্ণ, পোশাক দিয়ে মানুষ বিচার হয়
সমাজ কী ভাববে, মানুষ কী ভাববে
এই একই রোগে দেখো সবাই শিকার হয়
যতই বলি নিজেকে, আসে বা যায় না কিছু
তবুও কোথাও গিয়ে, এগুলোই টানে পিছু
জানিনা এদের মাথা কীভাবে যে কাজ করে
সারাদিন বসে বসে মানুষকে জাজ করে
পরিস্থিতির দায়, হঠাৎ নির্দ্বিধায়
মানিয়ে নিতে আমি পারবোনা
যদি ভালোয় বাসতে হয়, এভাবেই বেসো
পাল্টে যেতে আমি পারবোনা )
যারা কারো ভালো মানতে পারে না
হিংসা কমিয়ে চেষ্টা করে না
তাদের বিচারে আমি ভাল নয়
কাউকে দু'চোখে দেখতে পারেনা
শুরু যে, যে রকম, সে সেরকমই ভাল
দেখো কীভাবে সে আহ্লাদ মেটালো
সত্যিটা মানা কি খুব কঠিন?
ঠিক ভুলে, মিলে মিশে
আমি যে এরকমই
মেনে নিও আমাকে তাই
আমি যে এরকমই
আমি এরকমই গানের লিরিক্স:
Ei bhalo, ei kharap
Ami je Erokomi
Bole rakhi agey thekei
Ami je erokomi
Ami kemon, ami nijei jani
Bhebona tai bodle jabo
Karor kothai ami
Jemon achi, sera achi
Ami je erokomi
Bole rakhi agey thekei
Ami je erokomi