Tumi Bhule Gecho Amake Lyrics by Samz Vai
- Song : Tumi Bhule Gecho Amake
- Drama : Valobasha Mitthe
- Vocal , Lyrics & Tune : Samz Vai
- Music : Tanzil Hasan
- Directed by : Fahrian Chowdhury Tonmoy
- Cinematography : Nahian Belal
- Edit : Imratul Islam
- Label : Eagle Music Video Station
Tumi Bhule Gecho Amake Song Lyrics In Bengali:
শোনাও বলো কাকে ?
আমিও তো হারায় যাবো
নতুন কোনো ডাকে,
নাইবা আমার খবর নিলে
ব্যস্ত তোমার জীবন,
আমিও তো হারায় যাবো
নতুন কোনো গানে ।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবে না দূরে ।
চাইলে তুমি আমায় ভালোবাসিতে
আবার চাইলে কেনো অবহেলায় জড়াতে ,
এ কেমন মায়া আমি ভুলিতে পারিনা
ভালোবাসা কোনো বাধা মানেনা ।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবে না দূরে ।
কিছু অভিমান আর কিছু পিছুটান
এই নিয়ে গল্পটা হয়ে যাবে শেষ ,
তুমি চলে গেলে ঠিকই তোমার মতো
কেনো মুছে যাইনি মায়ার রেশ ।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবে না দূরে ।
তুমি ভুলে গেছো আমাকে লিরিক্স - সমজ ভাই :
Amar golpo ekhon tumi
Sonao bolo kake ?
Amio to harai jabo
Notun kono dake
Naiba amar khobor nile
Byasto tomar jibon
Amio to harai jabo
Notun kono gane .
Tumi vule gecho amake
Ami vulini aajo tomake
Mone ki ache tomaro
Kotha diyechile jabe na dure.